নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে নাকি একলা চলতে হয় ..........

অপার্থিব ছায়া

অপার্থিব ছায়া › বিস্তারিত পোস্টঃ

ইন্ডিয়ার ভিসার ডেট পাচ্ছি না কেন ? এ ব্যাপারে কেউ জানেন কিছু

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬

প্রায় ২০ দিন ধনে অনলাইলে ভিসা এ্যাপলিক্যাশন করে চেষ্টা করছি কিন্তু ডেট পাচ্ছি না। ঘটনা কি ? এ ব্যাপারে কেউ কিছু জানেন নাকি ?

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৮

জনাব মাহাবুব বলেছেন: আমিও ডেট পাচ্ছি না। পুরাই ফাপড়ে আছি। :( :( :( :( :( :( :(



এক দালাল আমাকে বললো ৪ হাজার টাকা দেন, ১০/১৫ দিনের ভেতর ডেট পেয়ে যাবেন। আমি বললাম দরকার নাই, যেদিন বৈধভাবে পাবো, সেদিনই নিবো।


আমিও আপনার মতো অপেক্ষায় আছি, দেখি কেউ সঠিক সমাধান দিতে পারেন কিনা

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮

অপার্থিব ছায়া বলেছেন: আমার মনে হয় হচ্ছে ইচ্ছা করে ডেট বন্ধ করে রাখছে টাকা খাওয়ার জন্য। কারন দালালরা টাকার নিয়ে কিভাবে ডেট দিচ্ছে। যদি ওদের সিম্টেমে ডেট পাওয়া না যায়।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪

েবনিটগ বলেছেন: ব্যাপার কি?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৭

অপার্থিব ছায়া বলেছেন: আমারও তো একই প্রশ্ন ব্যাপার কি ?

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

বিভিআইটি বলেছেন: সে---এক---ল---ম্---বা হেস্টরী ভাই।
আমি এক কাহিনী বলি, বাকিটা আপনে আন্দাজ করেন। কিছুদিন আগে আমাকে এক পরিচিত কম্পিউটার দোকানদার বলল-"ভাই ই-টোকেন এর কাজ পারেন?" না বলতেই সে বলল-"বিরাট সুযোগ নষ্ট করলেন। প্রতি ডেট এর জন্য ২৫০০-৩০০০/-।"

আমি বললাম, শিখে নেব, কাজ নেন।

ধমকের সুরে সে বলল- "পাগল হইছেন? গভীর রাত ছাড়া ডেট পাওয়া যায়না। একেকদিন একেক সময় দেয় ৫-১০ মিনিটের জন্য"। আমার আপনার খাওয়া নেই। তবে লোক চেনা থাকলে পাবেন। প্রতিটির কমিশন ১০০০/-। যে সময় দিবে, ঘড়িতে এলার্ম দিয়ে ফোন করে তখন কাজ করলে ডেট পাবেন।"

ভাবলাম আমার রাত জেগে এভাবে ইনকাম করার দরকার নেই।

কি বলব ভাই, সবাই এখন....। যারা টোকেন এর কাজ করে তারাই জানে এর ক্যারামতি। আমার মনে হয় না আপনি পূর্বের মত ওয়েট করে পাবেন।

তারপরও বলব, রাতে ১২টার পর নেটে বসে ২-৫ মিনিট পরপর রিফ্রেস মেরে দেখুন। তবে অন্য একটায় ফরম ফিলাপ করে রাখবেন। সার্ভার পেলে সাবমিট করবেন।

সফল হলে আমাকে একটু দয়া করে জানাইেয়ন।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৯

অপার্থিব ছায়া বলেছেন: ধন্যবাদ আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। কিন্তু ইন্ডিয়ার ভিসার জন্য সারা রাত জেগে কষ্ট করতে পারবো না। দরকার হয়ে যাবোই ইন্ডিয়া।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: কে যেন বললো আড়াই মাস লেগেছে ভিসা পেতে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩০

অপার্থিব ছায়া বলেছেন: আগে আড়াই মাস পরে ডেট পাওয়া যেত। কিন্তু এখন কোন ডেটই পাওয়া যাচ্ছে না।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬

ক্লিকবাজ বলেছেন: সব দেশের এম্বেসীরই দৈনিক এবং মাসিক ভিসা প্রদানের এক্টা লিমিট থাকে, BAL এর নেতা, মন্ত্রী, আমলা, চামচারা দেশ থেকে পালানোর জন্য আগে ভাগেই যে ভিসার লাইন দিয়ে রাখছে তার ডেলিভারী দিয়েই শেষ করতে পার্ছে না তার উপর আবার সাধারণ পাবলিক । নির্বাচনের আগে বৈধ পথে ডেট পাওয়া এক কথায় প্রায় অসম্ভব, বেশী জরুরী হলে টেকা খরচ করা ছাড়া উপায় নাই।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

অপার্থিব ছায়া বলেছেন: টেকা খরচ কইরা ভিসা নিমু না।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪

ঢাকাবাসী বলেছেন: উপরে 'ক্লিকবাজ' এর কথায় বেশ মজা পেলুম!

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

সাজিদ ঢাকা বলেছেন: ৪ টি ক্যাটাগরি ছাড়া বর্তমানে ভিসা দেয়া বন্ধ আছে , , এই গ্রুপে একজন পোস্ট দিয়েছিল , , ওল্ড পোস্ট ঘেঁটে দেখুন পেয়ে যাবেন বিস্তারিত

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৭

সুমন কর বলেছেন: আমিও আপনার মতো কিছু জানি না। B:-) দেখি কোন সলুশন পাওয়া যায় কিনা?

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯

রাজীব বলেছেন: আজকের পত্রিকায় ইণ্ডিয়ান ভিসা ই-টোকেনের এ্যাড দেখলাম
ব্যবসা মনে হয় ভালোই হচ্ছে

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১১

আরিফ আরাফাত রুশো বলেছেন: আমাদের আগে থেকেই ৬ মাসের ভিসা আছে তাই সমস্যা নেই/ কিন্তু ভিসা না পাবার কারন হিসাবে অনেকে অনেক রকম পেচালো কথা বলবে আর আসল কারণ হহল-শীতকালে প্রচুর মানুষ ভিসা এপ্লাই করে যার জন্য ইন্ডিয়ান ভিসার কোটা এক্সেস হয়ে গেছে।তাই আপাতত ডেট পাওয়া যাচ্ছেনা। জানেন তো সব দেশের নির্দিষ্ট সময়ে ভিসা দেবার লিমিট থাকে।

১১| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:২২

তালাশ শাহনেওয়াজ বলেছেন: তিন মাস আগে প্রতিটির জন্য ৩০০ টাকা দিয়ে ডেট নিয়ে ইন্ডিয়ান এমবাসিতে পাসপোর্ট জমা দিয়ে ছিলাম দুই বন্ধু। ৭ দিন পর যখন পাসপোর্ট ফেরত দিলো দেখা গেলো আমার বন্ধু ভিসা পেয়েছে কিন্তু আমি পাই নি। এর পর মাঝের এই সময়টাতে পুরো প্রক্রিয়াটাই বন্ধ ছিল। এখন ডেটের জন্য সর্বনিম্ন রেট পাচ্ছি ১০০০ টাকা। আর ভিসা নিয়ে দিলে ৩৫০০ টাকা। হিসাব করে দেখলাম আগের বার ইটোকেনের জন্য ৩০০, ব্যাংক সল্ভেন্সি পেপার ৩২৫, ডলার ইন্ডোস করতে ৪০০, এমবাসিতে পাসপোর্ট জমা ফি ৪০০। এখানেই ১৪২৫ টাকা আর সব মিলিয়ে ২০০০ টাকা খরচ হয়ে গিয়েছে। তার পরও দুঃখ থাকতোনা যদি জানতে পারতাম কেন আমি ভিসা পেলাম না। কিন্তু তারা কিছুই বলতে নারাজ। আবার ইটোকেন নিতে বলে। এখন খোঁজ চালাচ্ছি যদি ২৫০০ এর মধ্যে পুরো ভিসা প্যাকেজ পাই কিনা তবে তাতেই সই। আর দৌড়াদৌড়ই ভালো লাগেনা। এভাবেই ওরা দালাল পয়দা করছে।
সবাই বলছে ওখানে না গেলেই কি নয়? আমি বলি না যাব তবে আগে যেতাম পরিষ্কার মন নিয়ে ঘুরতে আর এখন গিয়ে ঘুরবো ঠিকই তবে সিদ্ধান্ত নিয়েছি ওদের দেশে কমপক্ষে ১০ বার অস্থানে মুত্র বিসর্জন করে আসবো।

১২| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৬

দেশের পোলাপাইন বলেছেন: ভাই আমি ২ মাস ধরে চেষ্টা করলাম তাও পাইলাম না.. ভিসা...
২ রাত জাগছি এই ভিসা জন্য। কিন্তু কাজ হয়লো না.. বেটা চায় কি?? X(( X(( X(( X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.