নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেদূইনপথিক

এখন বলব না

বেদূইনপথিক

বলার মত এই মুর্হুতে কিছু নেই

বেদূইনপথিক › বিস্তারিত পোস্টঃ

এখন মানুষের মূল্য নেই

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৩

শান্তি নাই,কোথাও শান্তি নাই সব স্থানেই হাহাকার,শহর নগর গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় সব জাগায় অশান্তির লাভা ছড়িয়ে পরছে।প্রতি দিন-ই ইবনে আদম সন্তান মরছেতো মরছেই।কেহ প্রান হারাচ্ছে রাষ্ট্রিয়বাহিনীর গুলিতে আবার কেহ বিরোধীয়দের অবরোধ হরতালের আগুন তান্ডবে।গ্রামের মানুষদের সঙ্গে ও পুলিশ গুলো জড়িয়ে পরছে সংর্ঘষে।সরকার থেকে ও সরাসরি গুলির অডার আসছে,তাই পুলিশ নির্বিচারে মানুষ হত্যা করছে নির্দিধায়।এর কোন জবাব দিহিতা নেই।নেই কোন বিচার ,আর কেন-ই বা বিচার হবে কেন-ই জবাবদিহিতা লাগবে যারা মরছে ওরা তো সন্ত্রাসী!অবস্থা দেখে মনে হচ্ছে আজ বাংলাদেশে মানুষের কোন মূল্য নেই।গাছ পালা পশু পাখীর মল্য আছে,তাই তো দেখি পেপার পত্রিকায় মানুষ মারা নিয়ে রিপোর্ট না করে প্রতিবাধ না করে গাছ কাটার রিপোর্ট স্বর্ন অক্ষরের শিরোনামের প্রকাশ পায়।এসব পত্রিকার বিভেকহীন সম্পাদকদের প্রতি আমার ঘৃণা হয়।সরকার মনে করছে বন্দুকে নল দিয়ে সব সমস্যা সমাধান করে ফেলবে!পৃথিবীতে কি এমন নজির আছে যে বন্দুকের নল দিয়ে সব কিছু সামাধান কারা যায়।আমার জানা নাই ,তবে এটা জানা আছে যে নিকট অতীতের কথাই বলছি গাদ্দাফি মোবারকদের মত যারা দেশের দেশের মানুষের সাথে বন্দুকের নল দিয়ে কথা বলে তাদের রাজত্ব বেশী দিন স্থায়ী হয়না।তাই বলি সরকার কে যা করেন আলোচনার মাধ্যমে করুণ,আর যদি আলোচনা বাধ দিয়ে গাদ্দাফি মোবারক আচরণ করেন,তাহলে শেষ পরিণতি ও তাদের মতো হবে। তার জন্য প্রস্থুত থাকুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.