![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি না বলা কোন এক উত্তর। আমি আমাতে বিশ্বাসী একজন। আমি যখন খুব একাকী থাকি তখন নিজেকে সাহায্য করি খুশী থাকতে, আরো একদিন বেঁচে থাকার সংগ্রামের প্রশিক্ষণে নেই রাতে। আর রাতের আঁধারের নীরবতায় অবশ্যই কাঁদি না। আমি হেরে যাওয়া মানুষের দলের লোক নই।
একদিন সব ভুলভ্রান্তি ভুলে ভেবেছিল একটি ছেলে,
এখন নেই বাঁধা আর লিখতে সুখের গান সময় পেলে।
ভালবাসার এই গল্পটাতে অল্প সুখ খুঁজে নিয়ে সে
ভেবেছিল অগোচরের একঘেয়ামি কাটাবে; মৌনতা!
এত সহজেই কেন তবে মন-মানসিকতা পাল্টে দিয়ে
তাঁরিয়ে দিলে জীবন থেকে তোমার?
এখনইতো স্বপ্নটা কেবল হামাগুড়িতেই রয়েছে মসগুল
তবে কেন তাকে বাড়তে না দেয়া?
কখনও কি ভুল ক্ষমা করার চেয়েও বেশি প্রাধান্য পায়?
এখনও চোখ রেখে ভয় কথা বলায়?
কখনও ভেবেছকি নিছকই ভাঙ্গা মন নিয়ে দুজন কষ্ট পাই?
এখনও ভোর হতে দেরি ভাবতেই পারি আসবে তুমি আমার মাঝে হায়!
২| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অসাধারন হয়েছে ভাই । প্লাস।