নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

সোহানী

আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।

সোহানী › বিস্তারিত পোস্টঃ

বইমেলা ও বাংলা একাডেমির স্টলের দাড়োয়ান কাম রিসেপসানিস্ট X((X((X((X((

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

মেজাজটাই খারাপ হয়ে আছে.........কাল বই মেলায় বাংলা একাডেমির স্টলে ঢুকতেই ধাক্কা খেলাম X(X(X(X(X(X()। হাতে কিছু বই আর সাথের হ্যান্ড ব্যাগটা ছিল..গেইটের কাছের দাড়োয়ান কাম রিসেপসনিস্ট এর কাছে বইগুলো জমা দিয়ে পা বাড়াতেই বললো.."আপা ব্যাগটা জমা রেখে যান, ব্যাগ নিয়ে ঢুকা নিষেধ'। ঘুরে দাড়ালাম...ব্যাগ কই পাইলেন..এটাতো আমার হ্যান্ডব্যাগ...তর্ক করার চেষ্টা করলাম। রিসেপসনিস্ট ভাইরা আরো কঠিন X(X(X(। "ব্যাগ নিয়ে ঢুকা নিষেধ, বললাম না।"...নিজের পেক্ষ সাফাই গাইলাম.."ভাই জামাতেতো পকেট নাই...মোবাইল/হার্ডড্রাইভ/লিপিস্টিক তাই এই ছোট ব্যাগ এ রাখলাম......এটা নিতে দিবেন না???".."না নেয়া যাবে না..আরো কঠিন স্বরে বললো...".. এবার একটি ঘুরে দাড়ালাম... বললাম, "ব্যাগের টাকা পয়সার কথা বাদই দিলাম..মোবাইল বা হার্ডড্রাইভ বা লিপিস্টিক যদি হারায় তার দায়িত্ব কি আপনারা নিবেন?"...সেটা বলতে পারবো না... সপ্রতিভ উত্তর...X((X((X((X((X((...বাহ চমৎকারতো.....



আমার ৮ বছর বয়সী ছেলের ঘিলু ওদের থেকে ভালো...বললো..মা, ওদের স্টলে যাওয়ার দরকার নাই, আমরা অন্য স্টল থেকেই বই কিনবো......



কাজেই সাবধান ব্লগার ভাইবোনেরা.....বাংলা একাডেমির স্টলে ঢুকার আগে ব্যাগের ব্যবস্হা করে যাবেন....:-*:-*:-*:-*:-*:-*

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সরকারি প্রতিষ্ঠানগুলোর এই সমস্যা। এদের CEX (Customer Experience) এর প্রতি কোন ভ্রুক্ষেপ নেই... X(( X((

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

সোহানী বলেছেন: হা ঠিক.....এই পার্থক্য বেশী দেখা যায় ব্যাংক গুলোতে.........সরকারি বেসরকারি ব্যাংকিং সেবায় আকাশ পাতাল পার্থক্য ..........

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

হেডস্যার বলেছেন: ভালো কর্ছেন.....আরো দুইটা কথা শুনাইয়া দেয়া দরকার ছিলো।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫০

সোহানী বলেছেন: ইচ্ছে ছিল কিন্তু পাশে ছেলে ছিল তাই ধৈয্য ধরেছিলাম.........

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৯

রিফাত হোসেন বলেছেন: মোবাইল , হার্ডড্রাইভ বাদ দিলাম,,,,, কিন্তু লিপস্টিকও ছাড়তে ভয় পান ??

সাজুগুজু করতে পারেনও :#>

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

সোহানী বলেছেন: কারন লিপিস্টিকের যা দাম বেড়েছে......ওটা এখন আরো বেশী মূল্যবান...

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মা, ওদের স্টলে যাওয়ার দরকার নাই, আমরা অন্য স্টল থেকেই বই কিনবো..... :-B :-B

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬

সোহানী বলেছেন: হুম ঠিক তাই.......................

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০২

কালোপরী বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মা, ওদের স্টলে যাওয়ার দরকার নাই, আমরা অন্য স্টল থেকেই বই কিনবো..... :-B :-B

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬

সোহানী বলেছেন: লেখক বলেছেন: আসলেও তাই.......................

৬| ১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০২

খায়রুল আহসান বলেছেন: আমাদের এখানে সব কিছুতেই "বজ্র আঁটুনি ফস্কা গেরো"!

২০ শে জুলাই, ২০১৮ ভোর ৪:৪৬

সোহানী বলেছেন: খায়রুল ভাই, পেটের ধান্দায় বিজি আছি তাই সাথে সাথে রেসপন্স করতে পারছি না। অনেক ভালো লাগে আপনি আমার আজেবাজে পোস্টগুলো পড়েন বলে।

অথচ দেখে দেশের বাইরে কাস্টমার সেবা। আমরা জানিই না কাস্টমার সার্ভিস বলে যে একটা কিছু আছে।

অনেক অনেক ভালো থাকেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.