নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

সোহানী

আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।

সোহানী › বিস্তারিত পোস্টঃ

আপনি আসছেন তো.......

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩০





আসুন একটু বসি...কথা বলি....চিন্তা করি....নারীর অধিকার কি আমাদের ধর্মভিত্তিক দলরা ঠিক করে দিবে......পুরুষরা ঠিক করে দিবে......আমাদের কি কিছুই বলার নেই !!!!!!!!!!!!

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৩

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
আপনাদের দাবি সফল হোক -
সাথে সাথে

> ধর্ষনের সর্বচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান -এবং তা ৯০ দিনে নিস্পষত্তি !
> অনাচার অবিচার গুলো বন্ধ হোক সামাজিক ভাবে - কারণ দোষ না করেও দোষী সাবস্ত হয় পরিবার থেকে এবং সমাজ থেকে - ভিকটিম তো কখনো অপরাধী নয় কিন্তু তাদের যেন সব অপরাধ - এটা সমাজের প্রতি আহবান !
> নিরাপদ পরিবেশে শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থল, সম্মানজনক জীবিকা এবং কর্মজীবী নারীদের ন্যায্য পারিশ্রমিকের ব্যবস্থা করতে হবে।ঘরে-বাইরে, কর্মস্থলে নারীদের ইজ্জত-আব্রু, যৌন হয়রানি থেকে বেঁচে থাকার সহায়ক হিসেবে পোশাক ও বেশভূষায় শালীনতা প্রকাশ এবং হিজাব পালনে উদ্বুব্ধকরণসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে; এবং একই লক্ষ্যে নারী-পুরুষের সব ধরনের বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে অবাধ ও অশালীন মেলামেশা, নারী নির্যাতন, যৌন হয়রানি, নারীর বিরুদ্ধে সর্বপ্রকার সহিংসতা, যৌতুক প্রথাসহ যাবতীয় নারী নিবর্তনমূলক ব্যবস্থা কঠোর হাতে দমন করতে হবে” ... ফরিদা আখতার

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৯

সোহানী বলেছেন: হা দাবি শুধু আমার আপনার না ... নারী পুরুষ না ... সবারই .. তাই না..

১ নং দাবী) ধর্ষনের সর্বচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান -এবং তা ৯০ দিনে নিস্পষত্তি - সহমত

২ নং দাবী) অনাচার অবিচার গুলো বন্ধ হোক সামাজিক ভাবে - চমৎকার বলেছেন-সহমত

৩ নং দাবী) নিরাপদ পরিবেশে শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থল, সম্মানজনক জীবিকা এবং কর্মজীবী নারীদের ন্যায্য পারিশ্রমিকের ব্যবস্থা করতে হবে- হা এটা সবারই প্রানের দাবী-সহমত

৪ নং দাবী) এটা নিয়ে একটু বলার আছে- "নারী নির্যাতন, যৌন হয়রানি, নারীর বিরুদ্ধে সর্বপ্রকার সহিংসতা, যৌতুক প্রথাসহ যাবতীয় নারী নির্যার্তনমূলক ব্যবস্থা কঠোর হাতে দমন করতে হবে”-সহমত

কিনতু শালীন পোষাক বা হিজাব পালন এটার দায়বদ্ধতা ব্যক্তিপর্যায় এবং এর দায় সমাজের। রাস্ট্রকি পারে তা নির্ধারন করতে???? প্রশ্ন.. ????

২| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৩

সালমা শারমিন বলেছেন: ৪, দেশের সার্বিক উন্নয়নের জন্য নারী জাতির সার্বিক উন্নতির বিকল্প নেই। এ লক্ষ্যে তাদের নিরাপদ পরিবেশে শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থল, সম্মানজনক জীবিকা এবং কর্মজীবি নারীদের ন্যায্য পারিশ্রমিকের ব্যবস্থা করতে হবে। ঘরে-বাইরে ও কর্মস্থলে নারীদের ইজ্জত-আব্রু ও যৌন হয়রানী থেকে বেঁচে থাকার সহায়ক হিসেবে পোষাক ও বেশভূষায় শালীনতা প্রকাশ ও হিজাব পালনে উদ্বুব্ধকরণসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং একই লক্ষ্যে নারী-পুরুষের সকল প্রকার বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে অবাধ ও অশালীন মেলামেশা, নারী-নির্যাতন, যৌন হয়রানী, নারীর বিরুদ্ধে সর্বপ্রকার সহিংসতা, যৌতুকপ্রথাসহ যাবতীয় নারী নিবর্তনমূলক ব্যবস্থা কঠোর হাতে দমন করতে হবে।

এই দাবীতে আপনার অসম্মান কোথায় হল, সেটা আগে বলেন? আপনি কি ১৩ টা দাবি পড়ে দেখেছেন? আমার মনে হয় না যে উপরে উল্লেখিত দাবিটাতে আমার অসম্মান হওয়ার মত কিছু আছে। বরং এই দাবির বিপক্ষে মত তৈরি করে আপনি নারী জাতিকে অসম্মান করছেন করছেন বলেই আমার মনে হচ্ছে।

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৪

সোহানী বলেছেন: নারী জাতিকে অসম্মান .... কিভাবে?

৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৬

সালমা শারমিন বলেছেন: ৪, দেশের সার্বিক উন্নয়নের জন্য নারী জাতির সার্বিক উন্নতির বিকল্প নেই। এ লক্ষ্যে তাদের নিরাপদ পরিবেশে শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থল, সম্মানজনক জীবিকা এবং কর্মজীবি নারীদের ন্যায্য পারিশ্রমিকের ব্যবস্থা করতে হবে। ঘরে-বাইরে ও কর্মস্থলে নারীদের ইজ্জত-আব্রু ও যৌন হয়রানী থেকে বেঁচে থাকার সহায়ক হিসেবে পোষাক ও বেশভূষায় শালীনতা প্রকাশ ও হিজাব পালনে উদ্বুব্ধকরণসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং একই লক্ষ্যে নারী-পুরুষের সকল প্রকার বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে অবাধ ও অশালীন মেলামেশা, নারী-নির্যাতন, যৌন হয়রানী, নারীর বিরুদ্ধে সর্বপ্রকার সহিংসতা, যৌতুকপ্রথাসহ যাবতীয় নারী নিবর্তনমূলক ব্যবস্থা কঠোর হাতে দমন করতে হবে।

এই দাবীতে আপনার অসম্মান কোথায় হল, সেটা আগে বলেন? আপনি কি ১৩ টা দাবি পড়ে দেখেছেন? আমার মনে হয় না যে উপরে উল্লেখিত দাবিটাতে আমার অসম্মান হওয়ার মত কিছু আছে। বরং এই দাবির বিপক্ষে মত তৈরি করে আপনি নারী জাতিকে অসম্মান করছেন বলেই আমার মনে হচ্ছে। আর এটাকে যদি আপনি শৃঙ্খলায় বন্দি বলেন। তাহলে আমি এমন বন্দি হয়েই থাকতে চাই।

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৪

সোহানী বলেছেন: উত্তর উপরে..

৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:
অবশ্যই বলতে হবে এবং বলার আছে

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৫

সোহানী বলেছেন: হা তাই....ধন্যবাদ

৫| ১৫ ই মে, ২০১৩ সকাল ৯:৩৭

মুর্তজা হাসান খালিদ বলেছেন: নারী অধিকার নারীকে যেই সৃষ্টিকর্তা যত্ন করে অপরূপ করে সৃষ্টি করেছেন, সেই প্রতিপালকই দিয়ে দিয়েছেন খুবই যৌক্তিক ভারসাম্যপূর্ণ এবং ন্যায্য অধিকার।

শুধু আমরা তা ভুলিয়ে রাখছি, আর নারীরাও সৃষ্টিকর্তা প্রদত্ত অধিকার সম্পর্কে বেখবর, উদাসীন

১৬ ই মে, ২০১৩ সকাল ১০:৫৪

সোহানী বলেছেন: প্রথম অংশের সাথে একমত কিন্তু দ্বিতীয় অংশের সাথে পুরোপুরি একমত নই।

৬| ১৫ ই মে, ২০১৩ সকাল ৯:৩৮

মুর্তজা হাসান খালিদ বলেছেন: অনুগ্রহ করে আমার পোস্টটা পড়ে দেখবেন

১৬ ই মে, ২০১৩ সকাল ১০:৫৬

সোহানী বলেছেন: অবশ্যই পড়বো, অনেক লিখার ভীড়ে সব লিখা পড়া হয় না।

৭| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৭

সেলিম আনোয়ার বলেছেন: nari purush uvoyer sommilito proyash chai......taholey akta sustainable somdhan asha kora jai.........

১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:২০

সোহানী বলেছেন: সহমত...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.