নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।
বন্ধুরা, তোমাদের কাছে আবার ফিরে আসলাম কিছু উপদেশ সহকারে ......... কিছু চাকরীর বাজারের গাইডেনস্ নিয়ে।
তো যা বলছিলাম, চাকরীর বাজারের সবচেয়ে ভয়বহতা হচ্ছে অভিজ্ঞতা । মানে যেখানেই তুমি এপ্লাই করো না কেন বিজ্ঞাপনে দেখবা পূর্ব অভিজ্ঞতা আবশ্যক। আর যারা মাত্র পাশ করে চাকরীর বাজারে পা দিয়েছো তাদের জন্য বেপারটা অনেকটা হাস্যকর ঠেকে। কিন্তু এ অভিজ্ঞতা কি কিনতে পাওয়া যায় !!!!!! নাকি কোথাও গেলে কিছুটা কস্ট করলেই বিনি পয়সায় দিয়ে দেয় !!!!!!
না এটি কোথাও কিনতে পাওয়া যায় না বা ফ্রিও পাওয়া যায় না কিন্তু এ অভিজ্ঞতার বস্তা ছাড়া আপনি চাকরীর বাজারে অচল। এ অবস্থায় আমার এ লিখা ও প্রয়োজনীয় সাজেশান;
১) কোনক্রমেই হতাশ হবে না। যেকোন ব্যর্থতার প্রধান কারন হতাশা।
২) কোন কাজেই ছোট নয় তাই নিজের যোগ্যতার কাছাকাছি কিছু একটা জোগাড় করে নিবা। তাই বলে গ্রাজুয়েশান করে রিক্সা চালানোর কথা বলিনি। যেমন, কল সেন্টার, ইংলিশ বা বাংলা কিন্ডার গার্ডেন স্কুলগুলো, ইভেন্ট ম্যানেজম্যান্ট জাতীয় অর্গানিজেশান ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
৩) আমি আগেই বলেছি চাকরীর প্রথমে টাকার পিছনে দৈাড়াবা না। আগে অভিজ্ঞতার পিছনে দৈাড়াও টাকা তোমার এমনিই আসবে।
৪) সব জব সাইটগুলোতে তোমার সিভি আপলোড করো ও আপডেট রাখো। তাহলে সর্টটাইম ডিউরেশানের ভ্যাকেন্ট এ কল পেতে পারো। এবং একবার যদি কোথাও সুযোগ পাও তাহলে নিস্ঠা আর সততা দিয়ে কাজ করবে অবশ্যই আবার সুযোগ হয়ে যাবে।
৫) তোমরা যারা ডেভোলাপিং অর্গানিজেশান কাজ করতে চাও তারা ইন্টার্নী পোগ্রামে ঢুকতে পারো। এটি একটি চমৎকার সুযোগ। এতে যেমন প্রাকটিকেল কাজ শিখা হবে আবার ইনকাম ও হবে আবার কাজে ভালো করলে ভবিষ্যতে তোমাকে নিয়ে নেয়া হবে পার্মানেন্ট হিসেবে। নিচে কিছু অর্গানিজেশানের ঠিকানা দিলাম, সুযোগবুঝে এপ্লাই করতে পারো।
৬) চোখ কান খোলা রাখবে, কোন সুযোগ পেলে অলসতা না করে ঝাঁপিয়ে পড়বে। আজকের কস্ট অবশ্যই তোমাকে আগামী দিনের হাসি নিয়ে আসবে ।
৭) সর্বশেষ উপদেশ হলো...... নিজেকে আপডেট রাখো। তোমার এরিয়ার মধ্যে যতগুলো কোর্স বা ডিপ্লোমা বা হায়ার এডুকেশানের সুযোগ আছে তা অবশ্যই করবে। নিজেকে আপডেট ও স্মার্ট হিসেবে রিপ্রেজেন্ট করার কোন বিকল্প নেই কোথাও।
সবশেষে অপ্রয়োজনীয় উপদেশ দেই একটুখানি.... আজকালকার পোলাপান প্রায় দেখি সারাদিন ফেইসবুক আর নেটে মুভি দেখা নিয়ে ব্যস্ত থাকে। কারনে অকারনে ফেইসবুকে স্ট্যাটাস দেয়া চাই ই চাই। কোথায় গেলাম, কি খেলাম, কি করলাম... ঘন্টায় ঘন্টায় জানানো চাই ই চাই। আবার আরেক দল আছে যাবতীয় জ্ঞানের আঁধার যেন সে। ফিলসফি মার্কা কথাবার্তা আর হাল আমলে রাজনীতি নিয়ে উচ্চীয় মার্গের কথাবার্তা।
আমার প্রথম কথা, ফেইসবুক আর মুভি দেখে কি জীবন চলবে??? স্ট্যাটাস এর মাধ্যমে সারাদিন নিজের ইতিহাস গেয়ে লাভ কি?? সারাদিন ধরে অন্যের স্ট্যাটাস বা নিজের স্ট্যাটাস এ কমেন্ট বা লাইক বা ডিজলাইক দিয়ে লাভ কি?? ফেইসবুক বা মুভি রিক্রেশানের জন্য বাট রিক্রেশানের যদি তোমার সময় বা জীবনই খেয়ে ফেলে তা কি আর ফিরে আসবে?????? আজ যারা সিরিয়াস, তাদের নিয়ে যারা হাসবে কাল কিন্তু তোমরাই তাদের নিয়ে হাসবে। তাই নয় কি.............................
যাউকগা্ .......... যা বলছিলাম কিছু ডেভোলাপিং অর্গানিজেশানের নাম ও ওয়েব এড্রেস নীচে দিলাম ...............
১) কেয়ার বাংলাদেশ - http://www.carebangladesh.org/
২) সেভ দা চিলড্রেন বাংলাদেশ - http://www.savethechildren.net/jobs
৩) প্লান ইর্ন্টান্যাশানাল - http://www.plan-international.org/asia>
৪) প্রাকটিকেল একশান বাংলাদেশ - http://practicalaction.org/bangladesh
৫) পাথ ফাইন্ডার - http://www.pathfinder.org/
৬) এ্যাকশান এইড বাংলাদেশ - http://www.actionaid.org/bangladesh/
৭) এশিয়ান ডেভলাপিং ব্যাংক - http://www.adb.org/Bangladesh/
৮) কনসার্ন ওয়াল্ড - http://www.concern.net
৯) জিটিজেড - http://www.gtz.de
১০) আইসিডিডিআরবি - http://www.icddrb.org
১১) অক্সফাম বাংলাদেশ - http://www.oxfam.org.uk
১২) ওয়াটার এইড বাংলাদেশ - http://www.wateraid.org/bangladesh
১৩) ওয়াল্ড ভিশন বাংলাদেশ - http://www.wvi.org/bangladesh
১৪) এশিয়া ফাউন্ডেশান বাংলাদেশ -http://asiafoundation.org/bangladesh
১৫) ওয়াটার এইড বাংলাদেশ - http://www.wateraid.org/bangladesh
১৬) রেডক্রিসেন্ট বাংলাদেশ - http://www.bdrcs.org/
১৭) ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ - http://www.britishcouncil.org/bangladesh
এছাড়াও বাংলাদেশ এ অনেক ইউ এন অর্গানিজেশানগুলো আছে যেমন;
1. UNDP
2. WFP
3. UNFPO
4. WHO
5. FAO
6. UNHCR
7. UNESCO
8. ILO
9. UNICEF
10. IMF
11. UN WOMEN
12. WORLD BANK
13. UNIC
14. IMF
15. IOM
ইত্যাদি... ইত্যাদি...ইত্যাদি...ইত্যাদি...ইত্যাদি...
তোমরা তোমাদের চমৎকার একটা সিভি তৈরী করবা আর তা ড়্রপ করবা। এছাড়াও সাধারনত বছরের মাঝে বা শেষে ইন্টার্নীদের কল দেয় তাতে ও তোমরা সিভি ড়্রপ করতে পারো। অবশ্যই একটা রেজাল্ট হবেই হবে ইনশাল্লাহ্ ............
আমার আগের উপদেশ যদি পড়তে চাও............
আমার রাগ পর্ব..........
আমার উপদেশ পর্ব.....
পরের পর্বে তোমাদের জন্য সিভি লিখার কৈাশল নিয়ে আনবো আশা করি...
০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৫
সোহানী বলেছেন: ধন্যবাদ..........
২| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৯
ইখতামিন বলেছেন:
পোস্টে প্রথম লাইক
নূতন বর্ষের শুভেচ্ছা
০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৬
সোহানী বলেছেন: নূতন বর্ষের শুভেচ্ছা ....
ধন্যবাদ............
৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৫
সোহানী বলেছেন: নূতন বর্ষের শুভেচ্ছা ....
ধন্যবাদ............
৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৫
না প্রেমিক না বিপ্লবী বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ॥ এই ধরনের একটা পোস্টের জন্য অনেক ধন্যবাদ যদিও এই পোস্ট আমার কোন কাজে লাগবে না:p
০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১১
সোহানী বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ॥ আমার ও কাজে লাগে না বাট পোলাপানদের যাদের কাজে লাগে তাদের জন্য এটি........
ধন্যবাদ... কাজে না লাগলেও পড়ার জন্য.........
৫| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৭
আমিনুর রহমান বলেছেন:
কাজের পোষ্ট । ভাল লাগা রইল।।
০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১২
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ...
৬| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০২
এম মশিউর বলেছেন:
দরকারী পোস্ট!
০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১২
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ...
৭| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালো একটি পোস্ট। শুভ নববর্ষ।
০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫১
সোহানী বলেছেন: ধন্যবাদ.... শুভ নববর্ষ...
৮| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৭
মোঃ আনারুল ইসলাম বলেছেন: শুভ নববর্ষ। কাজের পোষ্ট । ভাল লাগা রইল।
০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫২
সোহানী বলেছেন: ধন্যবাদ...
৯| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৯
সুমন কর বলেছেন: গুড পোস্ট। তবে শেষের কথাগুলো দারুণ। এখনকার ইয়াং পোলাপানদের জন্য জরুরী।
হ্যাপি নিউ ইয়ার !!
০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৩
সোহানী বলেছেন: হুম... পোলাপানদের কাজ কর্ম দেইখা মেজাজটাই বিগড়ায়......
ধন্যবাদ...হ্যাপি নিউ ইয়ার .
১০| ০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১০
ইমরাজ কবির মুন বলেছেন:
অত্যন্ত ভাল পোস্ট, ধন্যবাদ ||
০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৩
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ ...........
১১| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৩:০২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব ভালো পোষ্ট! আশা করি অনেকেরই কাজে লাগবে।
০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৪
সোহানী বলেছেন: আশা করি ...........অনেক ধন্যবাদ ...........
১২| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৩:২৭
নিশাত তাসনিম বলেছেন: দরকারী পোস্ট ভালো লাগলো
০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৪
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ ...........
১৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দেন। বেকার দের যত পারেন উপদেশ দেন। যাতে তাদের কাজে আসে। এখন না হয় কিছু করি, কিন্তু যখন বেকার ছিলাম তখনকার কথা এখনও মনে আছে।
আশা করি আপনার এই লেখা কিছুটা হলেও উপকারে আসবে।
নিজের কাছে নিজেকেই খারাপ লাগতো।
আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।
০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫১
সোহানী বলেছেন: সত্যিই তাই... বেকারদের কস্ট কেউই বুঝে না। আমরা মেয়ে বলে হয়তো কিছুটা ভালো অবস্থানে কিন্তু ছেলেদের জীবন দেখেছি দূর্বিষহ... অথচ দেখেন কোন সরকারই তাদের কথা ভাবে না বা নির্বাচনী ইস্তেহারে ও তাদের কথা থাকে না।
তাই আমার এ ক্ষুদ্র চেস্টা............ ধন্যবাদ...
১৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: প্রয়োজনীয় পোস্ট। চমৎকার উদ্যোগ
০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৯
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই, আপনাদের উৎসাহে এ ক্ষুদ্র প্রচেস্টা আর কি........
১৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৭
স্বপ্নবাজ অভি বলেছেন: খুব ভালো পোষ্ট!
০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৩
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ............
১৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১
সেলিম আনোয়ার বলেছেন: আপনার এ বৃহৎ প্রচেষ্টা সফল হোক ।
০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫০
সোহানী বলেছেন: আমার এ ক্ষুদ্র চেস্টা তখনই সফল হবে যখন সরকার বা বৃহৎ পর্যায় থেকে ওদের জন্য কিছু করবে....
ধন্যবাদ সেলিম ভাই....
১৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
শুঁটকি মাছ বলেছেন: আপনার এই সিরিজটা আমার আসলেই ভাল লাগে।বিশেষ করে আজকেরটা অনেক উপকারী। প্রিয়তে নিলাম। আর এই দারুন উপকারী পোস্টের জন্য অনেক ধন্যবাদ।
০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৭
সোহানী বলেছেন: আপনাদের যদি কিছুটাও উপকার হয় তাত্ই আমার লিখা স্বার্থক......
অনেক অনেক ধন্যবাদ...........
১৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩
ইমু আনোয়ার বলেছেন: কাজের পোস্ট । ধন্যবাদ রইল ।
০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৭
সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ...........
১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৫
মোমেন মুন্না বলেছেন: তুলে রাখলাম কাজের জন্য
০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৩
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ............
২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৭
জেরিফ বলেছেন: ভালো লাগলো +++
সাথে প্রিয় তে নিলাম
০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৮
সোহানী বলেছেন: আপনাদের উৎসাহেই আমার এ ক্ষুদ্র চেস্টা............
অনেক অনেক ধন্যবাদ...........
২১| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৫:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল েপাষ্ট
১৯ শে মে, ২০১৪ সকাল ৯:০৭
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ.......
২২| ২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৪
আমি তুমি আমরা বলেছেন: প্লাস এবং প্রিয়তে
২৯ শে মে, ২০১৪ দুপুর ১:২৩
সোহানী বলেছেন: মেনি থ্যাংস্...........
২৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৭
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
ভাল পোস্ট।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২০
সোহানী বলেছেন: দীর্ঘদিন পর পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।
২৪| ১১ ই জুন, ২০১৯ রাত ৮:৫৭
খায়রুল আহসান বলেছেন: সেই প্রায় পাঁচ বছর আগে আপনি অত্যন্ত নিষ্ঠার সাথে এমন একটা স্ব-আরোপিত দায়িত্ব পালন করে গিয়েছিলেন, আর আজ পাঁচ বছর পরে আমি সেটা পড়ে অনেক, অনেক খুশী হ'লাম আপনার এই ইতিবাচক কর্মস্পৃহা দেখে।
একটা ভাল কাজের জন্য অভিনন্দন!
পোস্টে প্লাস + +।
২৫ শে জুন, ২০১৯ সকাল ৮:২৮
সোহানী বলেছেন: সরি প্রিয় খায়রুল ভাই, অনেক দেরীতে প্রতি উত্তর দেবার জন্য।
আসলে এক সময় মাথায় অনেক কিছু কাজ করতো, অনেক কিছু করতে ইচ্ছে হতো। সময়ের স্রোতে এতো বেশি ব্যাস্ততা বেড়েছে যে অনেক ভালোবাসার জায়গা সেক্রিফাইস করতে হচ্ছে। তারপরও ইচ্ছে আছে এক সময় আমি এ তরুনদের জন্য কিছু করবো।
অনেক ভালো থাকেন।
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কাজের পোষ্ট । ভাল লাগা রইল।।