নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

সোহানী

আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।

সোহানী › বিস্তারিত পোস্টঃ

"মি টাইম"- হয়তো কিছুই না আবার হয়তো অনেক কিছু!!

০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৪৫


অবাক করা বিষয় জীবনের এতোটা বছর দেশে থেকে সংসার করে, চাকরী করে, বাচ্চা লালন পালন করে "মি টাইম" বলে যে একটা শব্দ আছে সেটাই জানতাম না। ঘুম থেকে উঠে ছুটতে শুরু করতাম পারলে ঘুমের মধ্যেও ছুটতাম। সাপ্তাহের দু'দিন বন্ধ ছিল ঠিকই কিন্তু সে দু'দিন নি:শ্বাস নেবার মতোও সময় থাকতো না।

যা বলছিলাম, এতো দৈাড়ের উপরে থেকে নিজের জন্য সময় দেবার কথা কখনই মাথায় আসতো না। যদিও হয়তো একটু আধটু সময় বের হতো তখন হয়তো দেখা যেত আরো হাজারটা কাজ জুড়ে যেত। আর তা করতে করতেই সে সময়টুকু শেষ।

এতো এতো ব্যাস্ততার মাঝে,
কখনই একটু সময় নিয়ে নিজের প্রিয় কোন গান শুনতে শুনতে বই পড়ার কথা ভুলেই গেছি।
কখনই নিজের প্রিয় ক্যাসভাসটায় তুলির আচড়ের কথা মনেই হতো না।
কখনই বৃষ্টিতে ভিজে বকুল ফুল তোলার সে দিনগুলোর কথা মনের কোথাও উকিঁ দিতো না।
কখনই একা একা বসে আনমনে আপান ভাবনায় ডুবে থাকার কথা মনেই হতো না।
কখনই প্রিয় সে বন্ধু-বান্ধবদের নিয়ে আগের মতো আড্ডার দেবার কথা ভাবনায়ও আসতো না।

অথচ, কানাডায় আসার পর কোথাও গেলে সবাই প্রশ্ন করে, তুমি "মি টাইম" কিভাবে কাটাও?

প্রথম প্রথম প্রশ্ন বুঝতে না পারলেও আস্তে আস্তে বুঝতে পারলাম কি ভয়ানক পরিবেশে আমি এতোকাল বাস করেছি। কখনই নিজের জন্য ভাবিনি, নিজেকে কিভাবে ভালো রাখতে হয় ভুলেও তা চিন্তা করিনি, নিজের ভালোলাগা মন্দলাগা নিয়ে ভাবার কোন সুযোগই রাখিনি। সংসারের সবার জন্য নিজের জীবন সময় উৎসর্গ করাকে মনে করেছি এটাই জীবন।

অথচ "মি টাইম" আর কিছুই না, নিজেকে একটু রিচার্জ করা। আর নিজেকে রিচার্জ না করলে একদিন না একদিন তোমার কাছে জীবন সংসার চারপাশ অসহ্য হয়ে যাবে, এ পৃথিবী জগৎ সংসার সবকিছুকে বিশাল বোঝা মনে হবে, জীবনের কোন মানে খুঁজে পাবে না, জীবনে যে কোন আনন্দ থাকতে পারে তা ভুলেই যাবে, এ পৃথিবীর কোন সৈান্দর্য্যই তোমার চোখে পড়বে না, এ পৃথিবী জগৎ সংসার সবকিছুকে বিশাল বোঝা মনে হবে।

এ "মি টাইম" যে তোমার নিজেকে খুঁজতে সাহায্য করবে। নিজেকে চারপাশের সাথে মানিয়ে তুলতে সাহায্য করবে। নিজের কোনটা ভালো, কোনটা মন্দ তা বুঝতে সাহায্য করবে। নিজেকে ফিরে পেতে সাহায্য করবে্

"মি টাইম" আর কিছুই না, শুধুমাত্র;
একটু সময় নিজের প্রিয় কোন গান শুনতে শুনতে বই পড়া।
নিজের প্রিয় ক্যাসভাসটায় আনমনে তুলির আঁচড় দেয়া।
বৃষ্টিতে ভিজে বকুল ফুল তুলে তা দিয়ে একটা মালা গেঁথে খোপায় গোজা।
একা একা বসে আনমনে আপন ভাবনায় ডুবে থাকা।
প্রিয় বন্ধু-বান্ধবদের সাথে প্রান খুলে আড্ডা দেয়া। হাসি আনন্দে কিছুক্ষন সময় নিজের করে পাওয়া।
রিক্সার হুড ফেলে মুষলধারার বৃষ্টিতে কাক ভেজা হয়ে বাড়ি ফেরা।
একা একা সমুদ্রের পানিতে পা ডুবিয়ে আকাশ দেখা।

সংসারের হাজারো তেল নুন হিসাব, সম্পর্কের টানাপোড়নের মাঝে একটু "মি টাইম" যে খুব জরুরী। কারন, তুমি নিজেকে ভালো না বাসলে কেউই তোমাকে ভালোবাসবে না। আগে নিজেকে ভালোবাসতে শিখতে হবে, তারপরই পারবে বাকি সবাইকে উজার করা ভালোবাসা দিতে ও ভালোবাসা আদায় করে নিতে।

সোহানী
অক্টোবর ২০২৪

(গতকাল লেক অব ওন্টারিও এর পাশে বসে ছিলাম পুরোটা সকাল। তার কিছু ছবি শেয়ার দিলাম।)


মন্তব্য ৪০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৫৩

ছোট কাগজ কথিকা বলেছেন: "মি টাইম" যে জীবনের কতটা গুরুত্বপূর্ণ তা সত্যিই আমরা ব্যস্ততার মাঝে ভুলে যাই। প্রতিদিনের ছুটোছুটির মধ্যে নিজেকে খুঁজে পাওয়ার সময় নেই বললেই চলে। অথচ একটু সময় নিজের জন্য বের করে নিজেকে ভালোবাসা, রিচার্জ করা কতটা প্রয়োজন, তা বুঝতে পারলেই জীবনের ভার হালকা হয়ে যায়। লেখাটির গভীরতা আমাদের নিজেকে ফিরে পাওয়ার গুরুত্ব মনে করিয়ে দেয়, আর জীবনকে নতুনভাবে দেখতে শেখায়।

০৯ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:২০

সোহানী বলেছেন: ধন্যবাদ।

আমার লিখা যদি কারো মনে সামান্য দাগ কাঁটে সেটাই অনেক বড় বিষয় আমার জন্য।

নিজেকে রিচার্জ করা মানসিকতা আমাদের তৈরী করতে হবে। নতুবা আমরা মানসিক অবসাদে ভুগবো যার প্রভাব পড়বে সর্বত্র।

২| ০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:১০

কামাল১৮ বলেছেন: আজ এবং আনন্দ দুটিই জীবনের অংশ।

০৯ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:২০

সোহানী বলেছেন: কাজ বা আনন্দ নিয়ে কথা বলিনি। নিজেকে কিছুটা সময় নিজের মতো ব্যায় করার কথা বলেছি।

৩| ০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:১২

কামাল১৮ বলেছেন: নতুন বাংলাদেশ নিয়ে এখন কি ভাবছেন?

০৯ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:২১

সোহানী বলেছেন: আপনার মানসিকতা একপেশে ও খুনীদের সাপোর্ট করছেন বরাবর। তাই আপনার সাথে কোন রাজনৈতিক আলাপ আমার পছন্দ নয়।

৪| ০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গতিই জীবন। এই গতিময় জীবনে নিজের জন্য একটু অবসর সময় বের করা খুবই গুরুত্বপূর্ণ, অথচ 'সেই অবসর' যাপনের কথা আমরা কদাচিৎ মনে করি। ক্লাস টেনে পড়া 'দ্য লেইজার' কবিতাটার কথা মনে পড়ে, যেখানে একই আক্ষেপের কথা বলা হয়েছে।

আমি অবশ্য নিজের জন্য এতই ব্যস্ত যে, 'মি টাইম' পাস করতে করতে ফেডাপ হইয়া যাচ্ছি :)

লেখাটা ভালো লাগলো আপু। আমার বেশ কয়েকটা কবিতায় এ বিষয়টা আছে, যদিও 'মি টাইম' নামক টার্মটা আজই জানলাম। শুরুতে 'মি টু' জাতীয় কিছু ভাবছিলাম :)

শুভেচ্ছা রইল।

০৯ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:২৭

সোহানী বলেছেন: আমারো মনে পড়লো দ্যা লেইজার কবিতার কথা। আমি পড়েছিলাম।

আপনার কবিতাগুলো মনে হয় পড়া হয়নি। আবার পোস্ট দেন। যদিও ব্লগে আসার সময় বের করা খুব কঠিন।

হাহাহা, মি টাইম পাস করতে করতে ফেডাপ হইয়া যাচ্ছেন শুনে ভালো লাগছে। আর এদিকে আমার মি টাইম জোগাড় করতে জীবন ছ্যাড়াব্যাড়া।

আমার লিখা আপনার ভালো লেগেছে মানে আমার জন্য বিশাল কিছু।

মি টু এখনো আছে। তবে মি টু এর পর সর্বত্র অনেক পরিবর্তন এসেছে। আগের চেয়ে হয়তো মেয়েরা কিছুটা নিরাপদ কিন্তু এ আন্দোলন কিন্তু উপরের শ্রেনীর জন্য। মিডল আর নিম্নবিত্তের জন্য এখনো আগের মতো বা তারচেয়ে খারাপ।

৫| ০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:২৮

জুল ভার্ন বলেছেন: আমার জীবনে এখন আর 'মী' বলে এখন আর কিছুই নাই। ভালো লেগেছে আপনার মী টাইম। আপনার হাতের স্টোন চিপসগুলোর মধ্যে গ্রীন কালার স্টোনটা যদি পান্না হয়, তাহলে ওটা অনেক মূল্যবান।

০৯ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:২৯

সোহানী বলেছেন: না এগুলো সিম্পল সি গ্লাস। তবে পানিতে যখন ভেসে বেড়ায় অদ্ভুত সুন্দর লাগে।

মি টাইম বিভিন্নভাবেই হতে পারে। টিভি দেখা বা বাচ্চাদের সাথে গল্প করাও হতে পারে। এটা ব্যাক্তির নিজস্ব পছন্দ।

৬| ০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:১০

নজসু বলেছেন:



জীবন হলো সময়ের কাছ থেকে কিছু দিনের জন্য ধার করা অস্তিত্ব।
তাই সময়ের সাথে তাল মিলিয়ে জীবনটা উপভোগ করা সত্যিই প্রয়োজন বোন।

০৯ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:৩০

সোহানী বলেছেন: শতভাগ সহমত।
সময়ের সাথে তাল মিলিয়ে জীবনটা উপভোগ করা সত্যিই প্রয়োজন। এ সত্যটা যে বুঝবে তারজন্য জীবনটা সহজ হয়ে যাবে।

৭| ০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:৪৮

জ্যাক স্মিথ বলেছেন: নতুন একটা শব্দ জানা হলো।

০৯ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:৩০

সোহানী বলেছেন: ধন্যবাদ

৮| ০৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪৩

ষহততহ বলেছেন: This post was very well-written and informative. Thanks! URL

০৯ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:৩০

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ।

৯| ০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: ঠিক! ঠিক! ঠিক!

০৯ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:৩১

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ।

১০| ০৯ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:৫১

Salina Alam বলেছেন: আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি আপু। লেখাটা পড়ে অনেক ভালো লাগলো। ঠিক যেন আমার মনের কথাটি

# একান্তই

তুমি তোমার মনের কোনে
এক চিলতে উঠোনে,
সযতনে ;
একটু খানি জায়গা রেখো।

যেখানটিতে দাড়িয়ে তুমি
একলাটি আকাশ দেখো।
সেথা বুকটি ভরে শ্বাস নেবে
আর পেছনটাতে হেলান দেবে।

মন খারাপের দিনগুলিতে
অথবা সেই ক্ষণগুলিতে
অল্প কিছু সময় তুমি
তোমার ;
নিজের সঙ্গে নিজে দিও।
বুকের পাষাণ ভার গুলি
সেথায় বসে নামিয়ে নিও।

কিংবা একটি নদী রেখো
নদীটির কাছে একলা থেকো।
যে নদীতে তীর থাকেনা
কূল থাকেনা
থাকে শুধু ঢেউ।

সে-ই সে গানের মতো
একাকী বোলো রবের কাছে
মনের কথা যতো।
সেই সময়ে তোামার পাশে
থাকেনা যেনো কেউ।

এক পশলা রোদবৃষ্টি রেখো
খেকশিয়ালের বিয়ে দেখো।
দুঃখ যেনো কান্না না হয়ে
যায় পালিয়ে সে-ও।

জোছনার আলোর বন্যা রেখো
রুপকথার রাজকণ্যা হয়ে থেকো।
আপন মনের স্বর্গরাজ্যে
কিছু সময় কাটিও তুমি
একা একান্তই।

Rab Ah✍️
১০ই-ফেব্রুয়ারী-২০২৪ইং

১০ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:৩৯

সোহানী বলেছেন: অদ্ভুত সুন্দর কবিতা। অসম্ভব ভালো লাগলো।

নিজেকে কিছুক্ষন নিজের মতো করে পাওয়াটাইতো মি টাইম।

১১| ০৯ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের মি টাইম থাকে না। কেমনে কেমনে যেন দিন গিয়া রাইত হইয়া যায় আপু

১০ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:৪০

সোহানী বলেছেন: কও কি, তাইলে তুমি কবিতা লিখো, ছবি তুলো............ এটাইতো তোমার মি টাইম ;)

১২| ০৯ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১৩

মোস্তফা সোহেল বলেছেন: এখন আর নিজেকে সময় দেওয়ার সময় পায়না।তবে খুব ইচ্ছে করে নিজেকে সময় দেওয়ার।

১০ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:৪১

সোহানী বলেছেন: চাইলেও সম্ভব। আপনি চান না তাই সম্ভব হচ্ছে না।

১৩| ১১ ই অক্টোবর, ২০২৪ রাত ২:১৮

িসজার বলেছেন: প্রতিদিন ভোর ৫:৩০ থেকে সকাল ৭:০০টা পর্যন্ত আমি নিজেকে সময় দিতে পারি। বাকিটুকু এই কর্মব্যস্ত পৃথিবীতে যন্ত্রের মতো ছুটতে হয়। কালে ভদ্রে ছুটি কাটাই তবে প্রাত্যহিক সূচি মেনে চলতে হয় নইলে মানসিক বা শারীরিক ভাবে অস্বস্তি অনুভূত হয়। জীবনটা আমার কাছে এখন এক সময়সূচি মেনে চলা।

২২ শে অক্টোবর, ২০২৪ ভোর ৫:০৫

সোহানী বলেছেন: জীবন জুড়েই আমরা দৈাড়ায় রুটিন মেপে। তারপরও মনে হয় সে রুটিনের একটু এদিক সেদিক হলে ক্ষতি কি? একটু ভিন্নতা বরং জীবনের নতুন কিছু চিন্তার মোড় যোগ করে।

১৪| ১৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১৮

মনিরা সুলতানা বলেছেন: নিজের মত করে কিছু সময় পছন্দের বই পড়া আর লেখায় মন দিতে পারাই আমার মি টাইম।হ্যাপি মি টাইম আপু।

২২ শে অক্টোবর, ২০২৪ ভোর ৫:০৭

সোহানী বলেছেন: লেখকদের মি টাইম মনে হয় একই......... হাহাহা

আমারো একই অবস্থা তবে ঘুরাঘুরিটা একটু বেশী যোগ হয়ে গেছে ইদানিং...........

১৫| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:২৮

মন থেকে বলি বলেছেন: আমার মি-টাইমের অন্য একটা নাম আমিই দিয়েছি - আমার জানালা। এইটা হচ্ছে আমার লেখালিখির সময়টা। আর বইপড়ার। মজার ব্যাপার হলো, আমার লেখার টেবিলটাও একদম জানালার পাশেই।

যাই হোক, আমি একজনকে চিনি যে কিনা নিজের জন্য কোন সময় রাখে না। মানে আলাদা করে আর কি। আর তাই তার পার্টনারের 'মি-টাইম' কাটানোও তার অসহ্য লাগে।

২২ শে অক্টোবর, ২০২৪ ভোর ৫:০৯

সোহানী বলেছেন: বাহ্ চমৎকার নাম, আমার জানালা।

ওই যে বল্লাম, লেখকদের আমার জানালা মানেই লিখালিখি বা পড়া। কমবেশী সবারই একই।

আসলে, বেশীর ভাগ মানুষই এর প্রয়োজনীয়তা বোঝে না। তাইতো এ নিয়ে আরো কথা বলা দরকার।

১৬| ২০ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৪০

মেহবুবা বলেছেন: সামহোয়্যার এ ঘুরাঘুরি আমার 'মি টাইম' এর অন্তর্ভুক্ত !

২২ শে অক্টোবর, ২০২৪ ভোর ৫:১৩

সোহানী বলেছেন: এটাও আমার মি টাইমের মাঝে আছে। তবে আগে ডেসপারেটলি প্রতিদিনই ঢুঁ দিতাম যা এখন আর পারি না।

১৭| ২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪৬

জটিল ভাই বলেছেন:
সাধারণ নয়।
কেরি অন.... ♥

২২ শে অক্টোবর, ২০২৪ ভোর ৫:১৭

সোহানী বলেছেন: কোনটা সাধারন নয়?? মি টাইম এনজয় করা??? তাহলে এটা সত্যিই সাধারন নয় অন্তত বাংলাদেশীদের জন্য।

১৮| ২৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩

সুমিনা বলেছেন: আমার "মি টাইম" মানে হল একা সময় কাটানো, ভালো খাবার, ভালো পানীয়, আর আমার অনলাইন ক্যাসিনো গেমসের সাথে একটু খেলতে বসা, https://bhaggo.app/live-casino/

১৯| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩২

এভেলিন বলেছেন: এটা খুব ভালো! আমি ওই ধরনের শখে আগ্রহী; আমিও খেলতে চেষ্টা করতে চাই।

২০| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৩

সুমিনা বলেছেন: যদি তোমার আগ্রহ থাকে, তুমি এটা দেখতে পারো। এছাড়াও, তুমি এখানে এর সম্পর্কে পড়তে পারো: Click This Link.

২১| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৩

এভেলিন বলেছেন: আমি নিশ্চয়ই এটা দেখব। তথ্যের জন্য ধন্যবাদ!

২২| ২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ৭:২৪

নীল-দর্পণ বলেছেন: পর পর দুটো হাই রিস্কি টুইন প্রেগনেন্সির চাপে এতটাই এক্সস্টেড ছিলাম যে বাচ্চাদের ও অসহ্য লাগতো! মি টাইম বলে কী বুঝতাম ই না! একটু বাইরে যাওয়া, একটু রিফ্রেশমেন্ট যে দরকার কন্যাদের বাবাকে বুঝাতে পারতাম না! ওদের ১৩ মাস বয়সের পর গিয়ে মনে হল এভাবে আর চলছে না, কাপল কাউন্সেলিং এ গেলাম নিজ উদ্যোগে। এক সেশনেই বুঝলাম আসেই কীসের ঘাটতি ছিল। এখন কন্যারা হাউকাউ হৈ হট্টগোল করলেও তার মাঝেই বসে বই পড়তে পারি। এটাই আমার 'মি টাইম' । খুব জরুরী আসলেই।

কেমন আছেন আপু? :)

২৩| ২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ৭:২৮

নীল-দর্পণ বলেছেন: আমি বলতেই ভুলে গেছিলাম, এর পরেরবার যখন লেক ওন্টারিওতে যাবেন আমার জন্যে রং বেরং এর ঐ পাথর কুড়িয়ে আনবেন। এরপর আপনি দেশে আসলে কালেক্ট করে নিবো নিজ দায়িত্বে B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.