| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেলাল তামজীদ
আমার প্রবাস জীবনের প্রতিটিদিন আমি আমার সোনার বাংলাকে মিস করছি
![]()
কোন এক শীতে
কুয়াশাচ্ছন্ন সকালে,
প্রথম যেদিন তুমি
দেখা করে ছিলে।
তুমি আর আমি
দুজন দুজনাতে,
না না...তেমন কিছু না
তুমি শুধু আমার হাতটা ধরেছিলে।
ঠোঁটে হাসি মুখে লাজ
পায়ে...আলতা পড়েছিলে।
সাদা চাদর গায়ে
মনে নেই...মনে হয় খালি পায়ে ছিলে।
একটা কথা তবে বলিতে পারি
এখনো আমি তোমায় অনেক ভালবাসি।
©somewhere in net ltd.