নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রবাস জীবনের প্রতিটিদিন আমি আমার সোনার বাংলাকে মিস করছি
সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকেরা সবচেয়ে দুর্বল এটিএম পিন কোডের তথ্য প্রকাশ করেছেন। গবেষকদের মতে, সবচেয়ে সহজ আর জনপ্রিয় চার সংখ্যার এটিএম পিন হচ্ছে ১২৩৪। এ পিনকোড খুব সহজেই ভেঙে অর্থ হাতিয়ে নিতে পারে দুর্বৃত্তরা।
গবেষকেরা সতর্ক করে বলেছেন, পিনকোড জটিল হওয়া প্রয়োজন। সহজে অনুমান করা যায় এমন পিনকোড ব্যবহারে সতর্কতা জরুরি।
‘হাফিংটন পোস্ট’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ডাটা জেনেটিকস নামের একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের গবেষকেরা সবচেয়ে দুর্বল ১০টি এটিএম পিনকোডের তালিকা প্রকাশ করেছেন। ১০ হাজার সম্ভাব্য চার সংখ্যার এটিএম পিন গবেষণা করে তাঁরা দেখেছেন যে, শতকরা ১১ শতাংশ পিনকোডই সহজে অনুমান করা যায় এবং এ পিনকোড ভেঙে অর্থ হাতিয়ে নিতে পারে দুর্বৃত্তরা।
গবেষকদের মতে সবচেয়ে দুর্বল পিনকোডগুলো হলো ১২৩৪, ১১১১, ০০০০, ১২১২, ৭৭৭৭, ১০০৪, ২০০০, ৪৪৪৪, ২২২২, ৬৯৬৯ ।
গবেষকদের মতে, এটিএম পিন হিসেবে ব্যবহূত মোট পাসওয়ার্ডের শতকরা ২০ শতাংশই এ ধরনের সহজ সংখ্যা মিলিয়ে তৈরি করা হয়।
গবেষকেরা বলেন, চার সংখ্যার যেসব পিন ১৯ দিয়ে শুরু হয় সেগুলোও বাজে পাসওয়ার্ড। কারণ, এ ধরনের পাসওয়ার্ড সহজে অনুমান করা যায়।
গবেষকেরা চার সংখ্যার পিনের ক্ষেত্রে ৮, ৯, ৬ বা ৭ দিয়ে শুরু করে তা জটিল করার পরামর্শ দিয়েছেন।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
বেলাল তামজীদ বলেছেন: আমারটা ও আপনার মত ******
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৫
মাক্স বলেছেন: আনমনা 007 বলেছেন: আমার পিন সবচেয়ে কঠিন, সেটা হল ****
ঐ মিয়া মজা লন? আমারটা আপনে জানলেন কেমনে?
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
বেলাল তামজীদ বলেছেন: সবারটা এক হল কেমনে??!!
আমেরিকার ষড়যন্ত্র!!!
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
মুদ্রা সংগ্রাহক বলেছেন: আমারটা হল ৪৯৭২, এটা কি সোজা না কঠিন
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
বেলাল তামজীদ বলেছেন: এটা কিসের পাসওয়ার্ড তা না বললে কঠিন।!!!
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩
আনমনা 007 বলেছেন: আমার পিন সবচেয়ে কঠিন, সেটা হল ****