নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রবাস জীবনের প্রতিটিদিন আমি আমার সোনার বাংলাকে মিস করছি
তোমার লেখা ম্যাসেজের প্রত্যেকটি লাইন পড়ার সময় মনে হয়েছে আমি ভিন্ন গ্রহের কোন প্রানী,যার ইচ্ছা মনের কথা বুঝার ক্ষমতা কোন মানুষের নাই।এই ভিন দেশে আছি অনেক দিন।প্রিয় কোন মানুষের সাথে সময় কাটাতে পারি না অনেক দিন।তোমাকে পাওয়ার পর মনে হয়েছে জীবনটা খুব একটা মন্দ না।নিজের মনের কথা গুলো শেয়ার করার মত একজন মানুষ পেয়েছি।ভেবেছি জীবনের বিরক্তির কর সময় গুলো পিছনে ফেলে এসেছি।শুরু হয়ে গেছে আমার জীবনের সুখকর সময়ের।
।
।
।
।
কিন্তু সেইতুমি যদি এইভাবে আমাকে ভুল বুঝো,কি করব আমি?????নিজেকে আবার ও অসহায় মনে হচ্ছে।আমি ছোটবেলা থেকে দুস্টমি একটু বেশী করি।আব্বু টাকা দিলে নিতাম না, আবার না দিলে কান্নাকাটি করতাম। একটু ভিন্ন রকম। কিন্তু আমার পরিবারের সবাই আমাকে বুঝে নিয়েছে।আশা করি তুমিও আমাকে বুঝবে। হয়ত একটু দেরীতে......লাগুক না হাজার মাস ,বছর,যুগ...কিন্তু আমার বিশ্বাস আমি তোমাকে জয় করব।আমাকে তুমি বুজতে পারবে।অপেক্ষায় আছি।
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪১
েফরারী এই মনটা আমার বলেছেন: ধর্ম যার যার উৎসব সবার!!!এই মতবাদের প্রবক্তারা আজ কোথায়?আসুন সবাই পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করি।
Click This Link