নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র

জি.এম বেলাল হোসেন

ভাল লাগে বইতে মুখ লুকিয়ে থাকতে, অবশ্যই সেটা পাঠ্যবই নয়।

জি.এম বেলাল হোসেন › বিস্তারিত পোস্টঃ

বসন্তে বিরহ

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৯


বসন্তে লেখার মাধ্যমে বিরহ প্রকাশ করাটা বাতুলতা বৈ আর কিছুই না, কারন অধিকাংশ কবি সাহিত্যিকেরা এ নিয়ে অনেক কিছু লিখে গেছেন । তারপরও মানব মনের ব্যাকুলতার শেষ নেই, তাই লিখতে বসা । ছোটবেলা থেকে ভোটাধিকার পাবার বয়স পর্যন্ত বসন্তঋতু গ্রামে দেখে আসছি, কিছু বছর হলো মফস্বল শহরে দেখছি । গ্রামে ঋতুরাজ বসন্তের অপরুপ সৌন্দর্য, সুবাসিত আম্রমুকুল, কোকিলের বিরতিহীন ডেকে যাওয়া এক কথায় রোমাঞ্চকর অনুভূতি আমি কোথাও খুজে পাইনি । কিছুদিন আগে আমি মফস্বল শহর ঢাকার কোনো এক জড়োসড়োঁ কংক্রিটের রাস্তায় হাটছি এমন সময় হঠাৎ করে আমার চোখ উপড়ে উঠলো, ঢাকার অলি-গলিতে চোখ উপরের দিকে যাওয়াটা স্বাভাবিক যদিও আমার কারনটা ভিন্ন ছিলো । আমি চেয়ে দেখলাম একটা বৃক্ষরাজ চোখধাঁধানো আম্রমুকুল নিয়ে দাঁড়িয়ে আছে, মনে হলো প্রকৃতি তাকে ঢেলে সাজিয়েছে এমনকি কোনো কার্পণ্যও করে নি ।

এটা দেখে কিছুক্ষন স্তম্ভিত হয়ে গেলাম । ফিরে গেলাম গ্রামের জীবনে যেখানে কোনোদিন এমন ভাবে তাকিয়ে দেখিনি আম্রমুকুল । আজ তাই মনে হচ্ছে কবি মধুসূদন দত্ত কেনো লিখেছিলেন কপোতক্ষ নদ নামের বিখ্যাত কবিতা । আজ কেনো যেনো শৈশবে ফিরে যেতে ইচ্ছে হয় । যদি শৈশবে ফিরে যাবার অপশন থাকতো তাহলে অনিশ্চত ভবিষ্যৎ বাদ দিয়ে শৈশবের অপশনটা বেছে নিতাম ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ফুল, পাখি আর বর্ণনায় আমি মুগ্ধ হয়ে গেলাম

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১২

সেলিম আনোয়ার বলেছেন: ছবিগুলো বেশি ভার লাগলো ।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৯

জি.এম বেলাল হোসেন বলেছেন: ধন্যবাদ আপনাদেরকে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.