![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল লাগে বইতে মুখ লুকিয়ে থাকতে, অবশ্যই সেটা পাঠ্যবই নয়।
জীবনে পাওয়া না পাওয়ার হিসেবটা কষতে গেলে না পাওয়ার ঝুলিটা বেশ বড়। একেবারে যে কিছু পাইনি তা কিন্তু নয়। অনেক কিছু পেয়েছি, তারপর ও একটা কথা থেকে যায়...
"আমি পেয়েছি যাহা তা চাই না, আমি চেয়েছি যাহা তা পাইনা।"
জীবনের অনেক সুন্দর সুন্দর চাওয়া হাতের নাগালেই আসেনি। আবার কিছু চাওয়া হাতের কাছে এসে ফসকে গেছে। জীবন যুদ্ধে পরাজিত সৈনিকের চরিত্রে যে অভিনয় করছি তার অবসান কবে হবে জানা নেই। ভবিষ্যত সকলেরই অধরা থাকে । তবে কিছু কিছু ভবিষ্যত অনুমেয়। অতীতের দিকে ফিরে তাকালে শুধু স্বপ্নের দুর্গন্ধময় ধ্বংসস্তুপ দেখতে পাই। শুনেছি অতীতকে আকড়ে ধরে কেউ বাচতে পারে না। কিন্তু অতীতের কৃতকর্ম দ্বারাই যে ভবিষ্যত প্রভাবিত...
জীবনের অংকের ব্যবকলনীয় সমাধান এই ক্ষুদ্র মস্তিষ্কে সম্ভব নয়। তাই নতুন বছরে সুত্র একটা মেনে নিয়েছি... "জীবন একটা বহমান স্রোতধারা, বয়ে চলাই যার ধর্ম। এরই মধ্যে কখনো উত্তাল, কখনো নিথর......।"
©somewhere in net ltd.