নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র

জি.এম বেলাল হোসেন

ভাল লাগে বইতে মুখ লুকিয়ে থাকতে, অবশ্যই সেটা পাঠ্যবই নয়।

জি.এম বেলাল হোসেন › বিস্তারিত পোস্টঃ

"প্রেমের আবেগ এক অসহ্য যন্ত্রনার নাম"

০৩ রা জুন, ২০১৬ রাত ১১:২৮

সত্যি!! প্রেমের আবেগটা যখন মানুষকে গ্রাস করে ফেলে তখন তার অস্তিত্বের পুরোটা জুড়ে একটা অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করা যায়।
একসময় বিশ্বাস করতাম প্রথম প্রেমটা সম্পুর্ন আবেগ নির্ভর আর তার পরের প্রেমগুলো প্রথম প্রেমের অভিজ্ঞতার ফসল। কিন্তু এখন দেখলাম “সুনীল গঙ্ঘোপাধ্যায়ের” কথাই বাস্তবের পথে হাটছে…

“প্রেমিকরা কখনো অভিজ্ঞ হয়না,
আর অভিজ্ঞ লোকেরা কখনো প্রেমিক হতে পারে না।"



সত্যি জীবনের প্রতিটা প্রেমের শুরুই আবেগ দিয়ে। এই আবেগ সাময়িক সময়ের জন্য আপনার হিতাহিত জ্ঞানকে ধ্বংস করে দিবে এবং আপনি উদ্ভট আচরন করতে থাকবেন। এসব আচরন অন্য কোথাও পরিলক্ষিত না হলেও আপনার বন্ধুমহলে ঠিকই পরিলক্ষিত হবে।
প্রেমের আবেগ প্রকাশ করতে না পারা যে একটা অসহ্য যন্ত্রনা তা এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। জীবনযাত্রার সকল পথ স্থবির হয়ে যাচ্ছে। এককালে খুব বাস্তববাদী ছিলাম এখন সেই বাস্তবতা দিন দিন চুলায় যাচ্ছে।
হায় প্রেম .....!!!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৬ রাত ১১:৩৬

বিজন রয় বলেছেন: ভালই কৌশল আপনার।

০৩ রা জুন, ২০১৬ রাত ১১:৪১

জি.এম বেলাল হোসেন বলেছেন: যেমন ভাইয়্যা

২| ০৩ রা জুন, ২০১৬ রাত ১১:৪৫

বিজন রয় বলেছেন: অাবেগ!!

০৩ রা জুন, ২০১৬ রাত ১১:৫০

জি.এম বেলাল হোসেন বলেছেন: ধন্যবাদ। কিন্তু আবেগের কৌশলতো কিছু রপ্ত করতে পারলাম না।

৩| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:১৮

কাশফুল মন (আহমদ) বলেছেন: সব আবেগ দিয়ে হয় না,,,

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:২৮

জি.এম বেলাল হোসেন বলেছেন: জি হ্যা ভাই।

৪| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:৩২

আব্দুল্লাহ তুহিন বলেছেন: ভাইয়ু, আপনার প্রেমের আবেগটা এখানেই প্রকাশ করে, আমরা একটু শুনি আরকি।।

৫| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:৪০

জি.এম বেলাল হোসেন বলেছেন: ভাইয়্যা!! প্রকাশ তো করেই দিলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.