![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল লাগে বইতে মুখ লুকিয়ে থাকতে, অবশ্যই সেটা পাঠ্যবই নয়।
পৃথিবীর কেন্দ্রস্থল ঋণাত্মক আধান বিশিষ্ট। মানুষের মনও পৃথিবীর কেন্দ্রস্থল নীতিতে চলে। এই নীতিতে চলার কারন হচ্ছে, মন মানুষের কেন্দ্রস্থল। কেন্দ্রস্থলের ধর্মই হচ্ছে ঋণাত্মকতা। সম্ভবত এই কারনেই মানুষের মন ইতিবাচক চিন্তাভাবনা থকে নেতিবাচক চিন্তাভাবনাকে বেশী প্রাধান্য দেয়।
ঠিক একই কারনে ভালো আছি কথাটা অনেকদিন যাবৎ মন থেকে বলতে পারছি না। কেন যেন মন বলতে চাচ্ছে না আমি ভালো আছি। যখনই বলতে চাই ভালো আছি ঠিক তখনই মনের বেহালায় বেজেঁ উঠে নিঃসঙ্গতার সাইরেন। সাইরেনের সুরে বিভোর হয়ে আর বলা হয়ে উঠে না ভালো আছি।
তোমায় ঘিরে যে ভালবাসার মাদকতার জাল বুনেছিলাম সেই জাল তার অস্তিত্ব কিছুতেই বিলীন হতে দিতে চায় না। শুধু শুধু ভুলে থাকার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছি। একটা চেষ্টাও কি পারে না অব্যর্থ হতে, পারে না ক্ষনিকের জন্য আমার আমি হতে সাহায্য করতে। ভালবাসার অমোঘ নীতিতে হয়তো সেটা নেই, থাকলে নিশ্চিত দেখা মিলতো। ভালো থেকো তোমার চারপাশের দোপায়া দৈত্যগুলোকে নিয়ে, চিন্তা করো না আমি বেমানান কিছু করবো না, এটা তোমারই উপদেশ।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১৭
অতঃপর হৃদয় বলেছেন: সবার ক্ষেত্রে এক নাও হতে পারে।