![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।
সৈয়দ সালাউদ্দিন জাকী নির্মিত 'ঘুড্ডি'র কিছু অংশ দেখলাম আজ। পুরোটা দেখার কোনো ব্যবস্থা আপাতত নাই। কোথাও ছবিটার পুরোটা পাওয়া যায় না। যে অংশটা আজ দেখলাম সেখানে ছিল 'সখি চলো না...সখি চলো না...জলসাঘরে এবার যাই...' কী বলব অসাধারণ! আর 'চলো না ঘুরে আসি অজানাতে' তো ইতিহাস! আমাদের এই অগ্রজরা যে কত অসাধারণ ভাবেই শুরু করেছিলেন...কিন্তু আমাদের আফসোস তাঁরা ধারাবাহিক হওয়ার মতো কোনো সুযোগই পেলেন না... যারা 'ঘুড্ডি' দেখেছেন তাঁরা জানেন চলচ্চিত্রে সময়, তারণ্য এবং সমাজকে কত চমৎকারভাবে তুলে আনা যায় তার সুন্দর উদাহরণ নিঃসন্দেহে 'ঘুড্ডি'!
©somewhere in net ltd.