নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবুজ ডাইনি...

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ

বেলা্যেত

চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।

বেলা্যেত › বিস্তারিত পোস্টঃ

‘ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১২’ এর সমাপনী, সনদ বিতরণ এবং শিক্ষার্থীদের নির্মিত চারটি স্বল্পদৈর্ঘ্য কাহিনী এবং প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

সুহৃদ,

আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথভাবে আয়োজিত ‘ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১২’ সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। কর্মশালাটি গত ২৮ এপ্রিল ২০১২ তারিখে শুরু হয়েছিল। গত ছয়মাস ধরে দেশের চলচ্চিত্র-সংশ্লিষ্ট ২৫ জন নির্মাতা ও শিক্ষক সপ্তাহে দুই দিন করে ৪৮টি সেশনে শিক্ষার্থীদের চলচ্চিত্র মাধ্যমের সকল বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন। কর্মশালার চূড়ান্ত পর্যায়ে আমাদের প্রযোজনায় শিক্ষার্থীদের ভাবনা ও চিত্রনাট্য থেকে চারটি চলচ্চিত্র সম্পূর্ন স্বাধীনভাবে শিক্ষার্থীরাই নির্মাণ করেছেন।



আমরা ‘ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১২’ এর সমাপনী, সনদ বিতরণ এবং শিক্ষার্থীদের নির্মিত চারটি স্বল্পদৈর্ঘ্য কাহিনী এবং প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করেছি। অনুষ্ঠানটি আগামী ১৬ জানুয়ারি ২০১৩, বুধবার, বিকাল ৫.৩০টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে (লিফটের ৩) অনুষ্ঠিত হবে।



অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অগ্রজ চলচ্চিত্রকার সৈয়দ সালাউদ্দিন জাকী, মসিহউদ্দিন শাকের, অগ্রজ আলোকচিত্রশিল্পী ও চলচ্চিত্রগ্রাহক আনোয়ার হোসেন এবং চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দিবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র সভাপতি বেলায়াত হোসেন মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

এই অনুষ্ঠানে আপনার উপস্থিতি আমাদের প্রাণিত করবে।



যে চলচ্চিত্রগুলোর উদ্বোধনী প্রদর্শনী হবে:



উজান যাত্রা

প্রামাণ্যচলচ্চিত্র/ ২২ মিনিট

ভাবনা: মানসুরা পারভীন সুমি

চিত্রনাট্য তত্ত্বাবধায়ক: আজাদ আবুল কালাম

চিত্রনাট্য: অদ্রি হৃদয়েশ

চিত্রগ্রহণ: সাজিদুর রহমান সাজিদ

শব্দ ও সম্পাদনা: শাহরিয়ার শাওন

নির্মাণ উপদেষ্টা: সাইফুল ইসলাম জার্নাল

পরিচালনা: আরাত্রিক বকশী, শরীফ রেজা মাহমুদ এবং অদ্রি হৃদয়েশ



Flower in the Naked City

কাহিনীচিত্র/ ৮ মিনিট

ভাবনা: আশিক সালেহীন

চিত্রনাট্য তত্ত্বাবধায়ক: আজাদ আবুল কালাম

চিত্রনাট্য: সুমায়া ইসলাম

চিত্রগ্রহণ: শরিফুল ইসলাম পাভেল

শব্দ ও সম্পাদনা: শাহরিয়ার শাওন

নির্মাণ উপদেষ্টা: সামির আহমেদ

পরিচালনা: সুমায়া ইসলাম



ফাঁদ

কাহিনীচিত্র/ ১৫ মিনিট

ভাবনা ও চিত্রনাট্য: হুমায়ুন কবীর শুভ

চিত্রনাট্য তত্ত্বাবধায়ক: আজাদ আবুল কালাম

চিত্রগ্রহণ: রনি আমীন ও হুমায়ুন কবীর শুভ

শব্দ ও সম্পাদনা: শাহরিয়ার শাওন

নির্মাণ উপদেষ্টা: সামির আহমেদ

পরিচালনা: হুমায়ুন কবীর শুভ



নিপাতনে সিদ্ধ (Justified)

কাহিনীচিত্র/ ৮ মিনিট

ভাবনা: প্রতীক নূর

চিত্রনাট্য তত্ত্বাবধায়ক: আজাদ আবুল কালাম

চিত্রনাট্য: সাউদা আক্তার

চিত্রগ্রহণ: সাইদুল ইসলাম শাকিল

শব্দ ও সম্পাদনা: শাহরিয়ার শাওন

নির্মাণ উপদেষ্টা: সাইফুল ইসলাম জার্নাল

পরিচালনা: সাজ্জাদ হোসেন শুভ ও প্রতীক নূর

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের সিলেট ভেন্যুতে মুভিয়ানার নাম দেখলাম । জনাব সমন্বয়কের সাথে কথা বলতে চাই !!

ফয়সাল (সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.