![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।
সিলেটে উদ্বোধন হয়ে গেলো ‘৬ষ্ঠ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব ২০১৩’
ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন এই শ্লোগানকে সামনে রেখে ‘৬ষ্ঠ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব ২০১৩’ শুরু হলো গতকাল ১৯ জানুয়ারি। ৭ দিনব্যাপী এ উৎসবে সারাদেশের ২০টি ভেন্যুতে ৪০টি দেশের দুই শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে। চিল্ড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ আয়োজিত এই উৎসব সিলেটে আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। বিভাগীয় শহর সিলেটে ৪দিনব্যাপী দেশের সবচেয়ে বৃহৎ শিশুতোষ চলচ্চিত্রের এই উৎসব ২২ জানুয়ারি পর্যন্ত চলবে।
গতকাল ১৯ জানুয়ারি, শনিবার, সন্ধ্যা ৬টায় সিলেট অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হয়। উৎসব উদ্বোধন করেন সিলেটের মাননীয় জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ, ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র কেন্দ্রীয় সভাপতি বেলায়াত হোসেন মামুন এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি সিলেটের উপদেষ্টা এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র কেন্দ্রীয় সহ-সভাপতি এবং সিলেটের প্রধান সমন্বয়ক স্থপতি রাজন দাশ।
উৎসব উদ্বোধন কালে জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল বলেন, ‘শিশুদের জন্য এই উৎসব একটি অসাধারণ উদ্যোগ এবং শিশুদের উচিত প্রত্যেকটি ছবি দেখা’। তিনি আরো বলেন, ‘আমি সিলেটের সব অভিভাবকদের অনুরোধ করছি, আপনারা আপনাদের ছেলেমেয়েদের নিয়ে অডিটোরিয়ামে আসুন এবং এই চমৎকার উদ্যোগকে সফল করে তুলুন। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং প্রশাসন থেকে সকল প্রকার সহযোগিতার প্রতিশ্রুতি দেন।’
শিশুদের জন্য উন্মুক্ত এই উৎসব ২০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন চারটি প্রদর্শনীর সময় সকাল ১১টা, বিকাল ৩টা, বিকাল ৫টা এবং সন্ধ্যা ৭টা। স্থান: সিলেট অডিটোরিয়াম, রিকাবীবাজার, সিলেট।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: শিডিউল টা দিয়ে দেন