![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি আয়োজিত ‘ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১২’ এর প্রযোজনায় নির্মিত চারটি স্বল্পদৈর্ঘ্যকাহিনী এবং প্রামাণ্যচলচ্চিত্রের নির্ধারিত প্রদর্শনী স্থগিত করা হয়েছে। এই প্রদর্শনী হওয়ার কথা ছিল আগামীকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে ০৮ ফেব্রুয়ারি ২০১৩, শুক্রবার, বিকাল ৪টায়, বিকাল ৫.৩০টায় এবং সন্ধ্যা ৭টায়। যুদ্ধাপরাধীদের বিচারের দাবী এবং কাদের মোল্লার ফাঁসির দাবীতে শাহবাগে শুরু হওয়া আন্দোলনে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি প্রথমদিন থেকেই সক্রিয় ভূমিকায় আছে। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি গত ৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার, বিকাল থেকেই শাহবাগ চত্বরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী করছে। এই প্রদর্শনী গতকাল রাতব্যাপি হয়েছে এবং আজও হবে। ম্যুভিয়ানা’র আয়োজনে ঢাকার পাশাপাশি সিলেটে কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে গতকাল থেকে চলচ্চিত্র প্রদর্শনীর করা হচ্ছে। এই আন্দোলনের ধারাবাহিকতায় যেহেতু আগামীকাল মহাসমাবেশ আহবান করা হয়েছে, তাই আমরা মনে করছি এই সময়ে এই আন্দোলনে আরও সক্রিয় অংশগ্রহণ জরুরী এবং সাংস্কৃতিক আন্দোলনের সংগঠন হিসেবে এই দায় ও দায়িত্ব আমরা এড়াতে পারি না। আমরা মনে করি এই আন্দোলনে সব স্থরের সকলের অংশগ্রহণ করা উচিত।
আমরা আশা করছি খুব কাছাকাছি সময়ের মধ্যে স্থগিত হওয়া এই প্রদর্শনীর আয়োজন করতে পারব।
©somewhere in net ltd.