![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।
অবশ্যই সবাই জানেন যে আমাদের প্রিয় চলচ্চিত্র-শব্দপ্রকৌশলী রতন পাল এবং চলচ্চিত্রনির্মাতা ও সম্পাদক সামির আহমেদ ২০১১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এতে আমরা আনন্দিত হয়েছি। এই আনন্দ আরো একটু জমিয়ে তোলার জন্য রতন পাল এবং সামির আহমেদকে মধ্যমণি করে একটি আড্ডার আয়োজন করতে যাচ্ছি। এই আড্ডায় অংশগ্রহণের একটাই শর্ত, প্রফুল্ল চিত্তে তুমুল আড্ডায় প্রাণবান করে তুলতে পারতে হবে চারপাশকে, সবাইকে। এমন আড্ডায় যারা আড্ডারু হতে ইচ্ছুক তারা আগামী ২২ মার্চ, শুক্রবার জাতীয় শিল্পকলা একাডেমী'র নাট্যশালার ৭০১ (লিফটের ছয়) নং কক্ষে হাজির হতে পারেন। আর সামনাসামনি আমাদের প্রিয় এই দুইজন চলচ্চিত্র সহযোদ্ধাকে অভিনন্দন জানানোর সুযোগটাতো থাকলই!
২| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
বেলা্যেত বলেছেন: দুঃখিত সময়টাই উল্লেখ করতে ভুলে গেছি। সন্ধ্যা ৬টায়।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৩
বোকামন বলেছেন: বিষয়টি আমাদের কে জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন ....