নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবুজ ডাইনি...

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ

বেলা্যেত

চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।

বেলা্যেত › বিস্তারিত পোস্টঃ

ফোকাস শিফটের খেলা: সতর্ক থাকুন ...

২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

শুরুটা সবাই মনে রাখতে পারে না। অনেক দূর আসার পরেও শুরুটা মনে রাখার মত দূরদৃষ্টি থাকা চাই। আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনটা চিরকাল ফোকাস শিফটের খেলায় মেতে ছিল। যখনই আপনি একটি বিষয়ে ঐক্যবদ্ধ হবেন, আপনার চাওয়া ভীষন ফোকাসড হবে, ঠিক তখনই আপনার চারপাশে একাধিক বিষয় এনে বলতে থাকবে... কীরে, এটা নিয়ে কথা বল, ওটা নিয়ে কথা বলছিস না কেন? সেই ফাঁদে পা দিলেন তো শুরু হল, কয়টা সামলাবেন, আসতেই থাকবে...আসতেই থাকবে!

চোখ খুলে আসেপাশে তাকালে এখন এত এত পক্ষ দেখি এবং তাদের এমন বিচিত্র কর্মকাণ্ড যা ক্রমেই সহিংস থেকে সহিংসতর হচ্ছে! আমরা শুরু করেছিলাম কী দাবি নিয়ে... আর এখন কী কী বিষয় আমাদের মোকাবেলা করতে হচ্ছে! আমরা কতদূর গেলাম আর আমাদের কতদূর দৌড়ে বেড়াতে হচ্ছে? চারজন ব্লগার কিন্তু কারাগারে, তাদের নিয়েও আমাদের যা করার কথা তা কী করতে পেরেছি? সামনের দিনগুলোতে তাদের জন্য কী নির্ধারণ করা হচ্ছে? সবকটা রাজনৈতিক পক্ষই-তো ব্লগারদের নিয়ে কাণ্ডজ্ঞান বর্হিভূত আচরণ করছে। এ-সমস্তই কী যুদ্ধাপরাধীদের বাঁচানোর নীলনকশা? আবার সুন্দরবন ধ্বংসের জন্য যে আয়োজন তাকেও তো আমরা ফোকাস শিফটের খেলার অংশ ভাবতে পারছি না! আর তাই এ বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত সকলের মাঝে উপস্থাপনের প্রয়োজনীয়তা বোধ করছি। যার কাছে যত তথ্য আছে তা ছড়িয়ে দিন এবং সুন্দরবন বাঁচাতে সোচ্চার হন। সামনে দুটি রায় অপেক্ষমান। আপাতত আমরা রায়ে ফোকাসড হই এবং সকলের প্রতি আহবান আপনার, আমার চারপাশে যা যা ঘটছে তার সবকিছু নিয়েই সতর্ক থাকুন, বিশ্লেষন করুন নিজের বিবেক ও বুদ্ধিতে। পরিস্থিতি যেভাবে এগুচ্ছে তাতে নিজের ঘরের নিরাপত্তার ভার অন্যের ওপর দিয়ে ঘুমানোর সময় এখন নয়। একদমই না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.