![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।
তারেক মাসুদ আমাদের জন্য কতখানি তা আমাদের চলচ্চিত্রসংস্কৃতিতে তাঁর শূন্যতার তীব্রতায় প্রতি মুহূর্তে অনুভূত হচ্ছে। প্রতিদিন সেই শূন্যতা কেবলি প্রবল থেকে প্রবলতর হয়। তারেক মাসুদকে আমরা পাঠ করছি প্রতিদিন। আমরা তাঁর চলচ্চিত্রগুলোকে প্রতিদিন বহুমাত্রিক ভাবে আবিষ্কার করি। বাংলাদেশের চলচ্চিত্র-সংস্কৃতিতে তাঁর কৃর্তিসমূহের নিবিড় থেকে নিবিড়তর পাঠ ছাড়া আমাদের সামনে যাওয়ার পথ নেই। তেমনটি আমাদের চাওয়াও নয়। তারেক মাসুদ আমাদের অসমাপ্ত যাত্রার নাম। সেই যাত্রা পথে পুনরায় যাত্রা শুরুর জন্যই তাঁর বহুমাত্রিক পাঠ প্রয়োজন। তেমনটিই আমরা চাইব।
আগামী ১১ জুন, মঙ্গলবার, আমাদের প্রিয়জন অগ্রজ চলচ্চিত্রকার বাদল রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী। এই দিন ‘বাদল রহমান স্মারক বক্তৃতা ২০১৩’ অনুষ্ঠিত হবে। এবারের বাদল রহমান স্মারক বক্তৃতার বিষয় তারেক মাসুদ এবং তাঁর চলচ্চিত্র।
বক্তৃতার বিষয়: ‘তারেক মাসুদের ভাবনাঃ মাটির ময়না এবং রানওয়ে চলচ্চিত্রের বিশ্লেষণ’।
এবারের স্মারক বক্তা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগি অধ্যাপক ও চলচ্চিত্র গবেষক সাবরিনা সুলতানা চৌধুরী।
অন্যান্য আলোচক: অগ্রজ চলচ্চিত্রকার সৈয়দ সালাউদ্দিন জাকী, চলচ্চিত্র গবেষক ও লেখক ড. সাজেদুল আউয়াল, চলচ্চিত্র গবেষক ও অধ্যাপক ড. জাকির হোসেন রাজু এবং আলোকচিত্রশিল্পী মুনিরা মোরশেদ মুন্নি।
এবারের ‘বাদল রহমান স্মারক বক্তৃতা ২০১৩’ যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।
তারিখ ১১ জুন ২০১৩, মঙ্গলবার
স্থান সেমিনার কক্ষ (লিফটের ৬), জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, ঢাকা।
তারেক ভাইয়ের এই ছবিটি তুলেছেন জেসমিন আরা মলি
©somewhere in net ltd.