![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।
সুহৃদ
আমাদের প্রিয়জন মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রকার ও বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পুরোধা বাদল রহমান গত ২০১০ সালের ১১ জুন প্রয়াত হয়েছেন। আগামী ১১ জুন বাদল রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি গত বছর বাদল রহমানকে স্মরণ করে ‘বাদল রহমান স্মারক বক্তৃতা’ প্রবর্তন করেছে। চলচ্চিত্রকার বাদল রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ‘বাদল রহমান স্মারক বক্তৃতা ২০১৩’ অনুষ্ঠিত হবে।
এবারের ‘বাদল রহমান স্মারক বক্তৃতা ২০১৩ ’ যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।
আমাদের আরেক প্রিয়জন চলচ্চিত্রকার তারেক মাসুদের প্রস্থান আমরা আজও গ্রহণ করতে পারি নি। তারেক মাসুদের বিপর্যয়কর প্রস্থানে বাংলাদেশের চলচ্চিত্র-সংস্কৃতিতে যে দীর্ঘকালিন ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়। তারেক মাসুদ আমাদের একটি অসমাপ্ত যাত্রার নাম। আমরা তারেক মাসুদকে এবং তাঁর চলচ্চিত্রগুলোকে নিয়ে বহুমাত্রিক পাঠের প্রয়োজন ও তাগিদ অনুভব করি। তাই এবারের ‘বাদল রহমান স্মারক বক্তৃতা’র বিষয় তারেক মাসুদ এবং তাঁর চলচ্চিত্র।
আগামী ১১ জুন, মঙ্গলবার, বিকাল ৫.৩০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘বাদল রহমান স্মারক বক্তৃতা ২০১৩’ অনুষ্ঠিত হবে।
বক্তৃতার বিষয় ‘তারেক মাসুদের ভাবনাঃ মাটির ময়না এবং রানওয়ে চলচ্চিত্রের বিশ্লেষণ’। এবারের স্মারক বক্তা চলচ্চিত্র গবেষক ও সহকারি অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী।
আলোচনা করবেন অগ্রজ চলচ্চিত্রকার সৈয়দ সালাউদ্দিন জাকী, চলচ্চিত্র গবেষক ও লেখক ড. সাজেদুল আউয়াল, চলচ্চিত্র গবেষক ও অধ্যাপক ড. জাকির হোসেন রাজু এবং আলোকচিত্রশিল্পী মুনিরা মোরশেদ মুন্নি।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দিবেন ও আলোচনা সঞ্চালনা করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী।
এছাড়াও বক্তৃতার পূবে বিকাল ৪.৩০টায় প্রদর্শিত হবে বাদল রহমানের জীবন নিয়ে বেলায়াত হোসেন মামুন এবং সাইফুল ইসলাম জার্নাল নির্মিত প্রামাণ্যচলচ্চিত্র ‘পথিকৃৎ’। এবং বক্তৃতার পর সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে তারেক মাসুদের ওপর প্রসূণ রহমান নির্মিত প্রামাণ্যচলচ্চিত্র ‘ফেরা’।
বাদল রহমানকে স্মরণ, স্মারক বক্তৃতা এবং চলচ্চিত্র প্রদর্শনীতে আপনার উপস্থিতি আমাদের প্রাণিত করবে।
তারিখ ১১ জুন ২০১৩, মঙ্গলবার
বিকাল ৪.৩০টায় প্রামাণ্যচলচ্চিত্র প্রদর্শনী ‘পথিকৃৎ’
বিকাল ৫.৩০টায় ‘বাদল রহমান স্মারক বক্তৃতা ২০১৩’
সন্ধ্যা ৭টা প্রামাণ্যচলচ্চিত্র প্রদর্শনী ‘ফেরা’
স্থান সেমিনার কক্ষ (লিফটের ৬), জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, ঢাকা।
©somewhere in net ltd.