![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথভাবে আগামী ৬ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত ৬ দিনের চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে। উৎসবের শিরোনাম ‘নারী চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র উৎসব ২০১৩’। এই উৎসবে ১৯৭২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশের নারী চলচ্চিত্র নির্মাতাদের নির্মিত নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামী ৬ অক্টোবর, রবিবার, বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নারী নির্মাতাদের সংবর্ধনা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে।
উৎসবের বিস্তারিত তথ্য ও অন্যান্য বিষয়ে সংবাদ মাধ্যমকে অবহিত করণের জন্য আগামীকাল বিকাল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ এবং চলচ্চিত্র গবেষক অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:২৯
বনস্পতি বলেছেন: বাংলা চলৎচিত্র তার রাহুগ্রস্থ অবস্থা থেকে বেড়িয়ে একটা নতুন যুগের সূচনা করছে। এরকম সময়ে নারী নির্মাতাদেরও এগিয়ে নেয়ার জন্য বিশেষ প্রমোশনাল কিছু করা সময়ের দাবী।
সামনের দিনগুলোতে জাতিকে আরো সুন্দর এবং শৈল্পিক কিছু উপহার দিতে পারবে বলে আশা রাখি।