নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবুজ ডাইনি...

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ

বেলা্যেত

চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।

বেলা্যেত › বিস্তারিত পোস্টঃ

‘শিশুদের জন্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১৩’/ Film Making Workshop for Children 2013

২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি আয়োজিত

‘শিশুদের জন্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১৩’



ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে চার দিনব্যাপি ‘শিশুদের জন্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১৩’ এর আয়োজন করেছে। এটাই বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির শিশুদের জন্য প্রথম চলচ্চিত্র নির্মাণ কর্মশালার আয়োজন। শিশুদের জন্য উপযোগি করে তত্ত্বীয় বিষয় ছাড়াও মূলত হাতে-কলমে চলচ্চিত্র নির্মাণের যাবতীয় বিষয়ে এই কর্মশালায় প্রশিক্ষণ দেয়া হবে। থাকবে বিষয়-সংশ্লিষ্ট চলচ্চিত্রের প্রদর্শনী। কর্মশালার প্রত্যেক শিক্ষার্থী একাধিক প্রস্তুতিমূলক চলচ্চিত্র নির্মাণ করবে।



যে সমস্ত বিষয়ে শিশুদের পাঠদান করা হবে

চলচ্চিত্রের ইতিহাস, চলচ্চিত্রের ভাষা, চলচ্চিত্রের নন্দনতত্ত্ব, চলচ্চিত্রের সাথে অন্যান্য শিল্পমাধ্যমের সম্পর্ক, আলোকচিত্র, চিত্রনাট্য, শিল্পনির্দেশনা, চিত্রগ্রহণ, শব্দ ও সংগীত, সম্পাদনা, প্রামাণ্য চলচ্চিত্র এবং সহজ প্রযুক্তিতে চলচ্চিত্র নির্মাণের কলাকৌশলসহ অন্যান্য বিষয়।





কর্মশালায় প্রশিক্ষক থাকবেন

বরেণ্য কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল, অগ্রজ চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, শব্দ-প্রকৌশলী রতন পাল, অধ্যাপক ফাহমিদুল হক, শিল্পী সব্যসাচী হাজরা, স্থপতি রাজন দাশ, নির্মাতা রাজীবুল হোসেন, আলোকচিত্রশিল্পী তানভীর মুরাদ তপু এবং নির্মাতা সাইফুল ইসলাম জার্নাল।



কর্মশালার পরিকল্পক ও সমন্বয়ক

বেলায়াত হোসেন মামুন।



সহ সমন্বয়ক

স্থপতি সুব্রত দাস ।। আহমেদ আনহার



কর্মশালার মেয়াদ ৪ দিন। ১০, ১১, ১২ এবং ১৩ ডিসেম্বর ২০১৩। মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার ।

শুক্রবার দিনব্যাপি (সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা), অন্যান্য দিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা।



কর্মশালায় চতুর্থ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়ুয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

নিবন্ধনের সময় স্কুলের পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসতে হবে।



কর্মশালায় প্রশিক্ষনার্থী শিশুরা কর্মশালায় অথবা কর্মশালা পরবর্তী সময়ে যে সব চলচ্চিত্র নির্মাণ করবে তা জানুয়ারি মাসে অনুষ্ঠেয় ‘আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব ২০১৪’ এ প্রদর্শনীর জন্য জুরিদের কাছে প্রেরণ করা হবে। এছাড়াও কর্মশালা শেষে প্রত্যেক শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হবে।



কর্মশালায় নিবন্ধনের শেষ তারিখ ০৫ ডিসেম্বর ২০১৩



কর্মশালা ফি: ১,০০০ টাকা



নিবন্ধনের জন্য যোগাযোগ

(প্রতিদিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত)

ক্ষিতি স্থপতি, ৮/সি, ব্লু ওয়াটার শপিং সিটি ৮ম তলা), জিন্দাবাজার, সিলেট।

ফোন: ০১৭১২ ৪০৩২১২, ০১৭৪৪ ৯৬৯৬০৫, ০১৭১৯ ৪২৫৫১১

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৮

সাদা রং- বলেছেন: এত আগে দাওয়াত দিলে তো মনে থাকবে না ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.