নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবুজ ডাইনি...

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ

বেলা্যেত

চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।

বেলা্যেত › বিস্তারিত পোস্টঃ

এরা স্রেফ লুটপাটকারী ডাকাত। এদের যারা মদদ দেয় তারা মূলত এইসব ডাকাত দলের সর্দর। এটা কোনো রাজনৈতিক শক্তি হতে পারে না...

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৪

গ্রামের নাম কর্ণাই। দিনাজপুরের হাজী দানেস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশের একটি গ্রাম। সেখানে রোডমার্চের সাথে গিয়ে দেখে এলাম কেমন সাম্প্রদায়িক হামলা চালানো হয়েছে। যদিও বলছি 'সাম্প্রদায়িক' হামলা... কিন্তু গাইবান্ধার পলাশবাড়ী, ঠাকুরগাঁয়ের গড়েয়াসহ অন্যান্য এলাকায় যা দেখলাম তা যতটা সাম্প্রদায়িক হামলা তারচেয়ে বেশি মনে হয়েছে দ্ররিদ্রদের সর্বস্ব কেড়ে নেয়ার আগ্রাসি বর্বর অত্যাচার। কর্ণাই গ্রামের একজন আশি বছরের বিধবা বৃদ্ধার কান থেকে হামলাকারীরা ছোট্ট এক বিন্দুর মত দেখতে একটি স্বর্ণের কানের দুল কান থেকে নেয়ার সময় কান ছিঁড়ে নিয়ে গেছে! আমি ঐ বৃদ্ধার বোবা কান্না দেখে নিজেই বোবা হয়ে গেছি। যারা এমনটা করে তাদের আপনি কী বলবেন? কোথাও এই হামলাকারীরা কোনো বহনযোগ্য সম্পদ ফেলে যায় নি। যা নিতে পারে নি তাতে আগুন ধড়িয়ে দিয়ে গেছে। এরা চোর, ডাকাত এবং বর্বর লন্ঠনকারী ছাড়া আর কিছু নয়। সাম্প্রদায়িক হামলার কথা বলে এদেরকে একটা সম্প্রদায়ের চেহারা দেয়ার দরকার নাই। এরা স্রেফ লুটপাটকারী ডাকাত। এদের যারা মদদ দেয় তারা মূলত এইসব ডাকাত দলের সর্দর। এটা কোনো রাজনৈতিক শক্তি হতে পারে না। এদের বিচার চাইব রাষ্ট্রের কাছে আর সর্বস্তরের মানুষের কাছে আহবান এদের দেখামাত্র পিটুনি দিন। আমরা যেমন করে চোর ধরি এলাকার সবাই মিলে, তেমনি এইসব হামলাকারীদের এলাকার সবাই মিলে ধরুন, মারুন তারপর প্রশাসনকে জানান।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬

ঢাকাবাসী বলেছেন: এরা সব নাকি সরকারী দলের গুন্ডা পান্ডা! মালের লোভে জমির লোভে সরকারের নির্দেশে এসব করে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.