![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।
১২ এপ্রিল ২০১৪ বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়ে গেল ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি)-এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাহী পরিষদ নির্বাচন।
বার্ষিক সাধারণ সভার প্রথম পর্বে ফেডারেশনভুক্ত চলচ্চিত্র সংসদগুলোর প্রতিনিধিগণ সংসদগুলোর বার্ষিক কার্যক্রমের রিপোর্ট পেশ করে। পরে ফেডারেশনের সাধারণ সম্পাদক তার বার্ষিক প্রতিবেদন পেশ করেন এবং তার উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়, শেষে অর্থ সম্পাদক তার বার্ষিক প্রতিবেদন পেশ করেন এবং তার উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সভার দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় পরবর্তী মেয়াদের অর্থাৎ ২০১৪-১৬ কার্যবছরের নির্বাহী পরিষদ নির্বাচন। এই নির্বাচন পরিচালনার জন্য ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ-এর সাবেক সভাপতি ও চলচ্চিত্রকার মোরশেদুল ইসলামকে প্রধান এবং চলচ্চিত্র গবেষক ড. সাজেদুল আউয়াল শামীম ও চলচ্চিত্র সংসদকর্মী হুমায়ুন কবির শিল্পীকে সদস্য করে নির্বাচন কমিশন গঠন করা হয়। এই নির্বাচন কমিশনের নেতৃত্বে ফেডারেশনের নতুন কমিটি নির্বাচিত হয়।
নবনির্বাচিত নির্বাহী পরিষদের পূর্ণ তালিকা:
ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ-এর
২০১৪-১৬ কার্যবছরের নির্বাচিত নির্বাহী পরিষদ
সভাপতি : স্থপতি লাইলুন নাহার সেমী
সহ-সভাপতি : শৈবাল চৌধুরী (চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র)
সহ-সভাপতি : মুনিরা মোরশেদ মুন্নী (চলচ্চিত্রম ফিল্ম সোসাইটি)
সাধারণ সম্পাদক : বেলায়াত হোসেন মামুন (ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি)
যুগ্ম-সম্পাদক : রিপন কুমার দাশ ধ্রুব (ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ)
সাংগঠনিক সম্পাদক : হাসান মানসুর চাতক (জাহাঙ্গীরনগর স্টুডেন্টস ফিল্ম সোসাইটি)
অর্থ সম্পাদক : মোঃ সাদেক হোসেন সনি (চিলড্রেন’স ফিল্ম সোসাইটি)
দপ্তর সম্পাদক : হাফিজুল ইসলাম আপন (ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি)
প্রচার ও প্রকাশনা সম্পাদক : নাবীল আল জাহান (ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ)
কার্যকরী সদস্য :
১. সিরাজুল ইসলাম খান (অর্গ্যান্টা ফিল্ম সোসাইটি)
২. সুশীল সূত্রধর (চিপাচস)
৩. কাজী জাহিদুল ইসলাম (নারায়ণগঞ্জ ফিল্ম সোসাইটি)
৪. মীর শামছুল আলম বাবু (ঢাকা ফিল্ম ক্লাব)
৫. আশরাফুজ্জামান আবীর শ্রেষ্ঠ (ফিমস সিনে ফোরাম)
৬. আরাফাতুল কবির রিজভী (রণেশ দাশগুপ্ত ফিল্ম সোসাইটি)
©somewhere in net ltd.