![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।
বেদনার ভার কোথায় রাখতে চাও জননী
এখানে সবাই মৌতাতে মশগুল
এখানে সকলে তেতে থাকে তাতিয়ে রাখার প্রয়োজনে
জননী, তোমার বেদনার ভার বইবে কে এই অসময়ে
জানো না মা
আমাদের কখনও সময় থাকে না
আমাদের সময় সবসময় অসময়
আমরা জন্মেছি তোমার গর্ভে
হয়েছি পৃথিবীর
মাগো সময়ের গর্ভে রাখো বেদনা তোমার
এই অসময় কেটে গেলে
বুঝে নেব বেদনা তোমার
ততদিনে আমরাও হয়ে যাব একা
ফুরিয়ে আসবে সকল মৌতাত
তখন তোমার বেদনার রঙ চিনে নেব আমার বেদনার রঙে
মাগো, আজ সময়ের গ্রন্থিতে রাখো বেদনা তোমার
অস্থিতে অস্থি ঘষে ক্ষয়ে শিথিল হলে
তোমার বেদনা আমার হবে।
১১ মে ২০১৪, ঢাকা।
©somewhere in net ltd.