নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবুজ ডাইনি...

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ

বেলা্যেত

চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।

বেলা্যেত › বিস্তারিত পোস্টঃ

এবার ইমপ্রেসের কোন ছবিটি যাবে ???

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

আবার কমিটি করা হয়েছে। অস্কারে বিদেশী ভাষা প্রতিযোগিতা বিভাগে ছবি পাঠানোর। বিগত বছরগুলোতে নিয়মিতই হচ্ছে। প্রথমবার হয়েছিল তারেক মাসুদ এর নির্মিত 'মাটির ময়না' পাঠানোর মধ্য দিয়ে। এভাবে যে অস্কার প্রতিযোগিতায় ছবি পাঠানো যায় তার আবিষ্কারক ছিলেন তারেক মাসুদ... প্রথমবারের পর থেকে এই প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ। আজ অবধি এই 'অস্কার' কমিটির দুটিই কাজ; দুটি সংবাদ সম্মেলন করা। শুরুতে একবার ছবি আহবানের এবং কমিটি গঠনের সংবাদ প্রদান। দ্বিতীয়ত, নির্বাচিত ছবির নাম ঘোষণা করা। ফলাফল 'মাটির ময়না'র পর থেকে এখন পর্যন্ত প্রতিবার শুধুমাত্র ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্র 'অস্কার প্রতিযোগিতায়' পাঠানো! পাঠানো আর সংবাদ সম্মেলনই সার... এরপর ছবিগুলোর পরিণতি কি হয় তা জানা যায় না..

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.