![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।
সুপ্রিয় সহযোদ্ধা বন্ধুরা,
শুভেচ্ছা গ্রহণ করুন। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি আগামী নভেম্বরের ১০ তারিখে ৯ম বর্ষে পদার্পন করবে। বিগত ৮ বছর ধরে আমরা বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি চলচ্চিত্র শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করেছি। আমাদের চলচ্চিত্র শিক্ষা বিষয়ক কর্মসূচিতে গত ৮ বছরে অংশগ্রহণ করেছেন প্রায় চার শতাধিক শিক্ষার্থী। ঢাকা এবং বিভাগীয় শহর সিলেটে গত ৮ বছর ধরে আমাদের নিয়মিত কর্মসূচির ধারাবাহিকতায় আগামী দিনেও তা অব্যাহত থাকবে বলে আমরা আশা করছি।
আমরা আনন্দের সাথে লক্ষ্য করছি, আমাদের চলচ্চিত্র শিক্ষা বিষয়ক কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিয়মিত স্বল্পদৈর্ঘ্য কাহিনী এবং প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করছেন। কিন্তু দেশে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা না থাকার কারণে তা সাধারণ দর্শকদের মধ্যে প্রদর্শন করা সম্ভব হয় না। ফলে কোনো কোনো নবীন নির্মাতার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের বছর চলে যায় কিন্তু উদ্বোধনী প্রদর্শনীও আয়োজন করা সম্ভব হয় না। নিশ্চয়ই তা দুঃখজনক।
৯ম বর্ষে পদার্পনের এই ক্ষণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে, আমাদের গত ৮ বছরের চলচ্চিত্র শিক্ষা বিষয়ক কর্মসূচির শিক্ষার্থীদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্য চলচ্চিত্র নিয়মিতভাবে প্রদর্শনী করার ব্যবস্থা ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি গ্রহণ করবে। এজন্য আমরা মাসে অন্তত একদিন এই প্রদর্শনীর মধ্য দিয়ে আমাদের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের চলচ্চিত্র-নির্মাণ সত্ত্বাকে সচল রাখতে চাই।
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির চলচ্চিত্র শিক্ষা বিষয়ক সকল শিক্ষার্থীদের জন্য আহবান; আপনাদের নির্মিত চলচ্চিত্র নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুণ ফেসবুকের গ্রুপে, পেজে এবং ই-মেইলে।
বি.দ্র: আমরা দুঃখিত যে আপাতত এই আয়োজন দেশের সকল চলচ্চিত্র অনুরাগীর জন্য উন্মুক্ত করতে পারছি না। তবে প্রতিশ্রুতি দিচ্ছি অতি শীঘ্রই আমরা ভিন্নতর আয়োজন নিয়ে সকল তরুণ এবং নবীন চলচ্চিত্রকারদের কাছে উপস্থিত হব। আমাদের সেই প্রস্তুতি চলছে। শুভ কামনা সবার জন্য!
শুভেচ্ছাসহ
বেলায়াত হোসেন মামুন
সভাপতি
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি
©somewhere in net ltd.