নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবুজ ডাইনি...

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ

বেলা্যেত

চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।

বেলা্যেত › বিস্তারিত পোস্টঃ

বিদুৎ বিপর্যয়ের মধ্যেও ৬ষ্ঠ 'ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স' এর উদ্বোধনী অনুষ্ঠান

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৮

গতকাল সারাদেশে জাতীয় বিদুৎ বিপর্যয়ের কারণে মানুষের কত রকমের অসুবিধা হয়েছে তা সবিস্তারে জানার সুযোগ হয়ত অল্পবিস্তর সবার হবে। কেননা দেশের কম বেশি সবাইকে এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। গতকাল ছিল আমাদের 'ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০১৪' এর উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানের পর চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজনও ছিল। আমরা আশা করেছিলাম হয়ত বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে জেনারেটরের মাধ্যমে হলেও অনুষ্ঠান হবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয় নি। যেহেতু সকাল থেকেই বিদুৎ ছিল না তাই শিল্পকলা একাডেমীর জেনারেটরে সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান চলেছে। কিন্তু তারপর জেনারেটরের জন্য তেল পাওয়া যাচ্ছিল না কোথাও! তাই আমাদের সন্ধ্যা ৬টার অনুষ্ঠানে জেনারেটরে সার্পোট দেয়া সম্ভব হয় নি।

তাই বলে উদ্বোধনী অনুষ্ঠান হয় নি তা নয়... অনুষ্ঠান হয়েছে! জাতীয় চিত্রশালার সামনে একটি বিরাট জাম গাছ আছে। আমরা সন্ধ্যা ৭টায় সেই জামগাছের নিচে প্রদীপ জ্বেলে আমন্ত্রিত অতিথিদের নিয়ে; রীতিমত আলোচনা করে আমাদের ৬ষ্ঠ 'ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স' উদ্বোধন করেছি। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন অগ্রজ চলচ্চিত্রকার সাইদুল আনাম টুটুল, চলচ্চিত্র লেখক এবং অধ্যাপক ফাহমিদুল হক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। উদ্বোধনী অনুষ্ঠানে এবারের ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সের ৩০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আমরা আনন্দিত এবং উল্লসিত যে এমন চমৎকারভাবে এই অনুষ্ঠানটি করতে পেরেছি। পুরো শিল্পকলা একাডেমী ছিল অন্ধকারে ঢাকা; জামগাছের নিচের বেদিকে মঞ্চ বানিয়ে প্রদীপের আলোয় ৫০ জন চলচ্চিত্র অনুরাগি মানুষ গোল হয়ে দাড়িয়ে অনুষ্ঠান করার অভিজ্ঞতা জীবনে আর হবে কি না, জানি না! স্মরণীয়তম এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে জানাই আমাদের আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আমাদের দুঃখ থেকে গেল চলচ্চিত্র প্রদর্শনী করতে না পারাতে। নিশ্চয়ই সামনের দিনগুলোতে আমরা অনেক প্রদর্শনীর আয়োজন করব। সবাই ভাল থাকবেন। শুভ কামনায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.