নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবুজ ডাইনি...

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ

বেলা্যেত

চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।

বেলা্যেত › বিস্তারিত পোস্টঃ

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি'র ৮ম বর্ষপূর্তি এবং ৯ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৯

বন্ধুরা, আমাদের সংগঠন 'ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি' ৮ম বর্ষ পূর্তি এবং ৯ম বর্ষে পদার্পন করছে আগামী ১০ নভেম্বর ২০১৪, সোমবার!



আমাদের এই পথচলা অব্যাহত আছে; আমরা আপনাদের সকলের সহযোগিতা এবং অসহযোগিতায় আনন্দের সাথে চলচ্চিত্রযাত্রায় শামিল আছি।



আমাদের প্রতি বর্ষপূর্তির দিনে আমরা আসন্ন বছরের জন্য কিছু লক্ষ্য নির্ধারণ করি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আমাদের আসন্ন সময়ের কর্মপরিকল্পনা আমরা প্রকাশ করি এক একটি কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে। ফলে সামনের দিনগুলোতেও আমাদের নিয়মিত কর্মসূচির পাশাপাশি কিছু নতুন কর্মসূচি গ্রহণ করেছি। যা বাস্তবায়নের মধ্য দিয়েই প্রকাশিত হবে।



আমাদের বন্ধু, সহযাত্রী এবং সহকর্মীবৃন্দ; আপনাদের এই নিরলস শ্রম এবং অকুন্ঠ সমর্থনে সময়ের সকল প্রতিবন্ধকতা ও নিন্দাবাদকে অতিক্রম করে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি সক্রিয় রয়েছে। এমন কোনো দিন নেই যে দিন আমাদের সংগঠন অাভ্যন্তরিন অথবা উন্মুক্ত কর্মসূচিতে ব্যস্ত থাকে না। এটাই ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি'র প্রধান প্রতিশ্রুতি। কেননা, আমরা মনে করি শুধুমাত্র মানুষের নয় সংগঠনেরও যাপিত জীবন থাকে; থাকে তার বেঁচে থাকার সময়। আর একটি সংগঠনের ক্ষেত্রে তার বেঁচে থাকার নির্দশন তার সক্রিয়তা। ফলে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি'র সক্রিয়তা আপনাদের শ্রমে, মেধায় এবং মননে।



ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি আগামী দিনে স্বাধীন এবং সৃজনশীল চলচ্চিত্রচর্চায় আরো বেগবান হবে; সংগঠিত করবে চলচ্চিত্রকর্মীদের এবং নির্মাতাদের। আমাদের প্রত্যয় কুপমুণ্ডকতায় আত্মসমর্পণ নয়; কোনো মতবাদে অথবা সীমাবদ্ধতায় বিসর্জন নয়। আমাদের যাত্রা হোক একান্তই আমাদের মত; স্বাধীন এবং স্বতন্ত্র!



প্রত্যাশা করি আমাদের যাত্রাপথে আমরা আরোও বন্ধু, সহযাত্রী এবং সহকর্মী পেয়ে যাব। তৈরি করব আমাদের অপছন্দ করেন এমন আরো অনেক মানুষ। তবে হ্যা, আমরাও আমাদের কর্ম, শ্রম এবং সাধনায় সকলের কাছে পৌছাব; ভালোবাসায় এবং নিষ্ঠায়।



অভিনন্দন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সকল কর্মী, শিক্ষার্থী এবং শিক্ষকদের। আপনারা গর্ব করতে পারেন যে, এই সময়ে, আজ ৮ম বর্ষ পূর্তি পর্যন্ত কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে নিজেদের কোনো কর্মসূচি অথবা কর্ম বিক্রয় না করেও আমার সক্রিয় এবং স্বাধীন। আমরাই আমাদের কর্ম এবং লক্ষ্য নির্ধারণ করি। আপোস না করে।



আগামী বছর আমাদের ১০ম বর্ষে পদার্পন অনুষ্ঠানের অগ্রীম শুভেচ্ছা এবং এবারের ৮ম বর্ষপূর্তির অভিনন্দন গ্রহণ করুন।







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.