![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র প্রতিষ্ঠার ৮ম বর্ষ পূতি উপলক্ষে দেশের সমসাময়িক জনসাধারণের আন্দোলন সংগ্রামের ওপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্রসমূহ নিয়ে দুই দিনের উন্মুক্ত চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে। উৎসবের শিরোনাম ‘আন্দোলনের চলচ্চিত্র উৎসব ২০১৪’।
বিগত সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে সাধারণ মানুষের প্রতিবাদ এবং সংগ্রামের চেতনাকে ধারণ করে নির্মিত প্রামাণ্যচলচ্চিত্রগুলো নিয়ে এই উৎসবের আয়োজন করা হচ্ছে। এই উৎসবে প্রদর্শিত হবে শামসুন্নাহার হল আন্দোলন, কানসাটে বিদ্যুতের দাবিতে গড়ে ওঠা আন্দোলন, পাটকল শ্রমিকদের আন্দোলন, ফুলবাড়ির কয়লাখনির বিরুদ্ধে আন্দোলন, পোশাকশ্রমিকদের ন্যায্য বেতনের দাবীতে আন্দোলন, লালন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে আন্দোলন, সাভারের রানা প্লাজা ধসের হতাহত মানুষের প্রতি সংহতি এবং শাহবাগ আন্দোলনের ওপর নির্মিত প্রামাণ্যচলচ্চিত্রসমূহ। সবগুলো প্রামাণ্যচলচ্চিত্রই দেশের গুণী নির্মাতারা নির্মাণ করেছেন।
শাহবাগের ছবির হাটে উন্মুক্ত এই উৎসব হবে আগামী ২১ এবং ২২ নভেম্বর, শুক্র ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতিদিন।
বিস্তারিত খুব শীঘ্রই...
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৮
ই- নাগরিক বলেছেন: ধন্যবাদ।