![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।
প্রামাণ্যচলচ্চিত্র ‘ম্যানিফেস্টো অব সিনেমা’ এর উদ্বোধনী প্রদর্শনী
এই প্রামাণ্যচলচ্চিত্রটি বাংলাদেশের চলচ্চিত্রের পোস্টারের ইতিহাস, বৈচিত্র এবং নান্দনিক প্রয়াসের ওপর গুরুত্ব দিয়ে নির্মিত হয়েছে। চলচ্চিত্রের পোস্টারের গুরুত্ব এবং সময়ের সাথে সাথে এর নানা পরির্বতনের বিভিন্ন দিক ওঠে এসেছে শিল্পী কাইয়ুম চৌধুরী, শিল্পী মুস্তফা মনোয়ার, চলচ্চিত্র নির্মাতা সিবি জামান, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ, চলচ্চিত্র নির্মাতা মতিন রহমান, খালেদ মাহমুদ মিঠু, শিল্পী ধ্রুব এষ, নির্মাতা জাকির হোসেন রাজু, শাহাদাৎ হোসেন লিটন, পোস্টার গবেষক বাবুল বিশ্বাস, চলচ্চিত্রের ব্যানার শিল্পী বিদেশ কুমার দর (বি কে ডি) প্রমুখের আলোচনায়।
৫৬ মিনিট দৈর্ঘ্যরে এই প্রামাণ্য চলচ্চিত্রটির আগামীকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই প্রামাণ্যচলচ্চিত্রটি উৎসর্গ করা হয়েছে চলচ্চিত্রকার জহির রায়হান, চলচ্চিত্রকার আলমগীর কবির এবং শিল্পী কাইয়ুম চৌধুরীকে।
প্রামাণ্যচলচ্চিত্র ‘ম্যানিফেস্টো অব সিনেমা’/ ৫৬ মিনিট
পরিচালনা: সুরভী জাহান এবং মো. আব্দুল মোনায়েম
উপদেষ্টা: সব্যসাচী হাজরা
চিত্রনাট্য: মো. আব্দুল মোনয়েম, সুরভী জাহান এবং রাগিব শাফায়েত
চিত্রনাট্য তত্ত্বাবধায়ক: সব্যসাচী হাজরা, বেলায়াত হোসেন মামুন
চিত্রগ্রহণ: শফিউল বাসার খান
সম্পাদনা: রাসেল আহমেদ রনি
প্রযোজনা: ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি
তারিখ: ৬ মার্চ ২০১৫, শুক্রবার
সময়: সন্ধ্যা ৬:৩০টা
স্থান: জাতীয় চিত্রশালা মিলনায়তন, জাতীয় চিত্রশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, ঢাকা।
প্রামাণ্যচলচ্চিত্র ‘ম্যানিফেস্টো অব সিনেমা’ এর ইউটিউব ট্রেলারের লিংক:
©somewhere in net ltd.