![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।
বাঙালি জনমানসে পহেলা বৈশাখ সবচেয়ে বর্ণাঢ্য সার্বজনিন সাংস্কৃতিক উৎসব। প্রতিবছর এইদিনে সর্বস্তরের মানুষ সম্মিলিতভাবে এই দিনটি উদযাপন করে। কিন্তু আমরা বেদনাহত হয়ে লক্ষ্য করেছি এবছর তা হয়নি। এবছর পহেলা বৈশাখ আমাদের মুখে কলঙ্কের কালিমা এঁকে দিয়েছে। সোহরাওয়ার্দি উদ্যানের টিএসসি সংলগ্ন গেটে ১৪ এপ্রিল বিকেলে যে বর্বর ঘটনা ঘটেছে তা আমাদের মাথা হেঁট করে দিয়েছে। এইদিন নারী এবং শিশুদের সাথে উন্মত্ত পশুদের বর্বরতম আচরণ আমাদেরকে একাত্তরের পাকবাহিনী ও তাদের এদেশীয় দোসরদের বর্বরতার কথা স্মরণ করিয়ে দিয়েছে। আমরা এই ঘৃণ্য আচরণের ধিক্কার জানাই। একই সাথে আমরা ধিক্কার জানাই নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ ও গোয়েন্দা বিভাগের সকল দায়িত্বপ্রাপ্তদের। তারা সার্বিকভাবেই উৎসবে আগত নারী ও শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। একই সাথে অভিনন্দন জানাই লিটন নন্দী ও তার সহযোদ্ধাদের। কেউ না কেউ থাকবে এই অন্ধকারের জীবদের পথরোধ করে মশাল হাতে সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরির ভূমিকায়।
আমরা বলতে চাই, এই ঘটনা মোটেও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা পরিকল্পিত এবং সংঘবদ্ধচক্রের কাজ। এটা অবশ্যই রমনা বটমূলে বোমা হামলার ধারাবাহিকতারই অংশ। বোমা মেরে সাংস্কৃতিক উৎসব বন্ধ করতে না পেরে এখন এই অন্ধকারের জীবগুলো আমাদের নারী এবং শিশুদের টার্গেট করেছে। এই ঘটনার পূর্ণ তদন্ত চাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
মুক্তপ্রাণ মানুষের জয় হোক।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২৮
সচেতনহ্যাপী বলেছেন: এই কালো মুখেই আমাদের কাটাতে হবে এবছরটি।। আগামী বছর যদি ভাল ভাবে পার হয় তবে না হয় মুখটা ধুয়ে নেব।। দুরাশা কি না জানি না।।