![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।
বাংলাদেশে ক্রিয়াশীল চলচ্চিত্র সংসদসমূহের সমন্বয়ক সংগঠন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) অনেক ধরণের প্রতিকূলতার মধ্যেও দেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনকে বেগবান করতে সদা তৎপর রয়েছে। দেশে চলচ্চিত্র শিক্ষার প্রসারে চলচ্চিত্র সংসদসমূহ দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা জানি যে বাংলাদেশে চলচ্চিত্র শিক্ষার বিকাশে চলচ্চিত্র সংসদগুলোর অবদানই সবচেয়ে বেশি। দেশে চলচ্চিত্র-সংস্কৃতির বিকাশে চলচ্চিত্র শিক্ষার বিস্তার তৃণমূল পর্যায়ে পৌছানোর গুরুত্ব আমরা অনুভব করি। এই বিষয়কে গুরুত্ব দিয়ে একটি জাতীয় পর্যায়ের প্রতিনিধিত্বশীল সেমিনার আয়োজন করা হয়েছে।
আগামী ৫ ডিসেম্বর ২০১৫, শনিবার, বাংলাদেশ শিল্পকলা একাডেমী’র জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে বিকাল ৫:৩০টায় জাতীয় পর্যায়ের প্রতিনিধিত্বশীল এই সেমিনারটি অনুষ্ঠিত হবে। সেমিনারের বিষয় ‘বাংলাদেশে চলচ্চিত্র শিক্ষার প্রসারে চলচ্চিত্র সংসদের ভূমিকা ও করণীয়’। সেমিনারে মূল বিষয়ের ভাবনা উপস্থাপনা করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অগ্রজ চলচ্চিত্রকার ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ-এর প্রাক্তন সভাপতি সৈয়দ হাসান ইমাম, সৈয়দ সালাহউদ্দিন জাকী এবং মোরশেদুল ইসলাম। এছাড়াও সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত দেশের ২৫টি চলচ্চিত্র সংসদ এবং সংসদের নির্বাচিত প্রতিনিধিগণ।
সেমিনারে অংশগ্রহণকারী চলচ্চিত্র সংসদসমূহ: রেইনবো ফিল্ম সোসাইটি। চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র। চিপাচস। চলচ্চিত্রম। জহির রায়হান ফিল্ম সোসাইটি। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। চিলড্রেন্স ফিল্ম সোসাইটি। রাজশাহী ফিল্ম সোসাইটি। জাহাঙ্গীরনগর স্টুডেন্টস ফিল্ম সোসাইটি। অর্গ্যাণ্টা ফিল্ম সোসাইটি। রণেশ দাশগুপ্ত ফিল্ম সোসাইটি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি। রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। বাংলা চলচ্চিত্র সংসদ। নারায়নগঞ্জ ফিল্ম সোসাইটি। কুষ্টিয়া ফিল্ম সোসাইটি। ঢাকা ফিল্ম ক্লাব। জাহাঙ্গীরনগর ফিল্ম সোসাইটি। সাভার চলচ্চিত্র সংসদ। ঢাকা চলচ্চিত্র সভা। বাংলাদেশ ফিল্ম ইন্সটিটিউট অ্যালামনাই এসোসিয়েশন। চোখ ফিল্ম সোসাইটি, সিলেট। জামালপুর ফিল্ম সোসাইটি। গাঙ ফিল্ম সোসাইটি, শরিয়তপুর।
সেমিনারে সভাপতিত্ব করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ-এর সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি।
©somewhere in net ltd.