নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবুজ ডাইনি...

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ

বেলা্যেত

চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।

বেলা্যেত › বিস্তারিত পোস্টঃ

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) আয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিনিধিত্বশীল সম্মেলন ‘জাতীয় চলচ্চিত্র নীতিমালা’র খসড়াপাঠ ও পর্যালোচনা বিষয়ক সম্মেলন

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫০

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) আয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিনিধিত্বশীল সম্মেলন
‘জাতীয় চলচ্চিত্র নীতিমালা’র খসড়াপাঠ ও পর্যালোচনা বিষয়ক সম্মেলন

দেশের চলচ্চিত্র সংসদসমূহ দীর্ঘদিন ধরে ‘জাতীয় চলচ্চিত্র নীতিমালা’ প্রণয়নের প্রয়োজনীয়তা বিষয়ে দাবি জানিয়ে এসেছে। কিন্তু বহুদিন এই বিষয়ে কোনো সরকারই তেমন উদ্যোগ গ্রহণ করেননি। বর্তমান সরকার 'জাতীয় চলচ্চিত্র নীতিমালা' প্রণয়নে আন্তরিক এবং আমরা জানি ইতোমধ্যে ‘জাতীয় চলচ্চিত্র নীতিমালা’র খসড়া প্রণীত হয়েছে। আর তাই ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) আগামী ২০ জানুয়ারি ২০১৬, বুধবার, বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে জাতীয় চলচ্চিত্র নীতিমালা প্রণয়নে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ-এর সুপারিশমালা প্রস্তুতকরণের লক্ষ্যে 'জাতীয় চলচ্চিত্র নীতিমালার খসড়াপাঠ ও পর্যালোচনা' বিষয়ক সম্মেলন আহবান করেছে। সম্মেলনে অংশগ্রহণ করবে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশে অন্তুর্ভুক্ত দেশের চলচ্চিত্র সংসদের প্রতিনিধিগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অগ্রজ চলচ্চিত্রকার ও চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম জেষ্ঠ্যকর্মী সৈয়দ সালাহউদ্দিন জাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব এস এম হারুন-অর-রশীদ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।

এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করবেন অগ্রজ চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের, চলচ্চিত্র গবেষক ও লেখক অনুপম হায়াৎ, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম এবং চলচ্চিত্র গবেষক, শিক্ষক, নির্মাতা ও চলচ্চিত্র সংসদ আন্দোলনের নেতৃবৃন্দ। সম্মেলন সঞ্চালন করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন এবং সম্মেলনে সভাপতিত্ব করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ-এর সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি।

উল্লেখ্য যে, আগামীকাল ২০ জানুয়ারি অগ্রজ চলচ্চিত্রকার ও চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পুরোধা আলমগীর কবিরের ২৭তম মৃত্যুবার্ষিকী। ২০ জানুয়ারির এই আয়োজনের শুরুতে আমরা তাঁকে স্মরণ করব গভীর শ্রদ্ধায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.