নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবুজ ডাইনি...

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ

বেলা্যেত

চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।

বেলা্যেত › বিস্তারিত পোস্টঃ

ফিল্ম অ্যাপ্রিসিয়েশন ও চিত্রনাট্য রচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান

০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৮

চলচ্চিত্রবিদ্যার বিভিন্ন বিষয়ে পাঠদান এবং চিত্রনাট্য রচনা প্রশিক্ষণের জন্য দুটি স্বল্পমেয়াদী চলচ্চিত্র কর্মশালার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ফিল্ম স্কুলের সহযোগিতায় এই কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। কর্মশালা দুটি পরিচালনা করবেন ভারতের সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইন্সটিটিউটের প্রখ্যাত শিক্ষক অধ্যাপক বীরেন দাশ শর্মা।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান আজ ৯ মার্চ ২০১৬, বুধবার, বিকাল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজন করা হয়েছে। ৪ দিনব্যাপি এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য চলচ্চিত্রকার ক্যাথরিন মাসুদ। অনুষ্ঠানে আলোচনা করবেন চলচ্চিত্র গবেষক ও সমালোচক অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র সভাপতি ও কর্মশালার সমন্বয়ক বেলায়াত হোসেন মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

কর্মশালার প্রথম পর্যায় ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশ’ হবে ৯ ও ১০ মার্চ, বুধ ও বৃহস্পতিবার, বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায় ‘চিত্রনাট্য রচনা কর্মশালা’ হবে ১১ ও ১২ মার্চ, শুক্র ও শনিবার, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.