নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবুজ ডাইনি...

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ

বেলা্যেত

চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।

বেলা্যেত › বিস্তারিত পোস্টঃ

‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণকারী চলচ্চিত্র নির্মাতাদের অংশগ্রহণে জাতীয় সেমিনার \'বাংলাদেশের নতুন চলচ্চিত্র নির্মাতাদের সঙ্কটসমূহ: উত্তরণের পথ\'...

২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:০০

বাংলাদেশের চলচ্চিত্র বর্তমানে একাধারে সঙ্কট ও সম্ভাবনার দুয়ারে উপস্থিত হয়েছে। একদিকে যেমন বাণিজ্যিক চলচ্চিত্রের জন্য নানারকম মহাদূর্যোগ বাণিজ্যিক চলচ্চিত্রের সুরক্ষিত বাজার বিনষ্ট করছে, অন্যদিকে দেশের তরুণদের মধ্যে চলচ্চিত্র নির্মাণের বা চলচ্চিত্রের যেকোনো মাধ্যমে ক্রিয়াশীল থাকার আগ্রহ ক্রমেই শক্তিশালী হয়েছে। চলচ্চিত্রের বাণিজ্যসঙ্কট যেমন আশঙ্কার বিষয়, অন্যদিকে চলচ্চিত্রের প্রতি তরুণদের এই বিপুল আগ্রহ বিশাল সম্ভাবনার ক্ষেত্র। সিনেমাহল বন্ধ হয়ে যাওয়া যেমন চিন্তা উদ্রেক করার মত বিষয়, ঠিক তেমনি সিনেপ্লেক্স সংস্কৃতির বিস্তার আশা জাগানিয়া সোনালি ভবিষৎ। সন্দেহ নেই দেশের চলচ্চিত্রে যুগ পরিবর্তনের এই ক্ষণ খুব গুরুত্বপূর্ণ। আর তাই এই সময়ে আমরা আমাদের দৃষ্টি সুদূরে রেখে আগামীদিনের জন্য প্রস্তুত হওয়ার পক্ষপাতি। আমরা মনে করি, বাংলাদেশের তরুন চলচ্চিত্র নির্মাতারাই দেশের আগামীদিনের চলচ্চিত্রিক ভবিষৎ। ফলে তরুণ ও নতুন চলচ্চিত্রকারদের জন্য আমাদের অনেক রকম কর্মসূচি প্রণয়নের অঙ্গিকার আমরা বহন করি।

বাংলাদেশের নতুন ও তরুণ চলচ্চিত্র নির্মাতাদের প্রতিকূলতা বা সঙ্কটসমূহ উত্তরণের পথ অনুসন্ধানে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে ‘বাংলাদেশের নতুন চলচ্চিত্র নির্মাতাদের সঙ্কটসূহ: উত্তরণের পথ’ শীর্ষক একটি জাতীয় সেমিনার আয়োজন করেছে। এই সেমিনারে অংশগ্রহণ করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ চলচ্চিত্র উৎসবে বছরব্যাপি অংশগ্রহণকারী বাংলাদেশের ২২০ জন চলচ্চিত্রকার।

সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উৎসবের জুরি কমিটির সদস্য অগ্রজ চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী, চলচ্চিত্র গবেষক অধ্যাপক ফাহমিদুল হক, চলচ্চিত্র নির্মাতা সামির আহমেদ, অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী এবং শিল্পী সব্যসাচী হাজরা।

সেমিনারে প্রারম্ভিক আলোচনা ও সেমিনার সঞ্চালনা করবেন ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ চলচ্চিত্র উৎসবের পরিচালক ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র সভাপতি বেলায়াত হোসেন মামুন। সেমিনারে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

উৎসবে অংশগ্রহণকারী সকল নির্মাতাদের সেমিনারে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি...

‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণকারী চলচ্চিত্র নির্মাতাদের অংশগ্রহণে জাতীয় সেমিনার
বাংলাদেশের নতুন চলচ্চিত্র নির্মাতাদের সঙ্কটসমূহ: উত্তরণের পথ
২ এপ্রিল ২০১৬, শনিবার, বিকাল ৫টা
সম্মেলন কক্ষ, জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি


মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৪

বিজন রয় বলেছেন: ভাল।

২| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪২

শূণ্য পুরাণ বলেছেন: how can attend the program?

৩| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৮

বেলা্যেত বলেছেন: অংশগ্রহণের জন্য চলে আসুন। সকলের জন্য উন্মুক্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.