![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে এক আশ্চর্য বেকুব চোখ;
মাছের চোখের মত জলের ভেতর
হামাগুড়ি দিয়ে খোঁজে পাতাল বুক।
কোথাও কোন স্পর্শে নেই
তার শরীর কিংবা চুল,
শুধু অদ্ভুৎ এক ঘ্রাণ;
নাকের ভেতর, মনের দেয়াল জুড়ে
দেয় মাছরাঙা স্নান ।
তার প্রবাল শরীর ছুয়ে ঢেউ;
গ্রীবায় লেগে থাকা লবণ স্বাদ
নীল সমুদ্র ছাড়া জানেনি কেউ ।
[তবুও তার বেকুব লাল চোখ
হতচ্ছাড়া অদ্ভুৎ দুটি চোখ
সামলে উঠে ঝড়ে নত গাছের মতন।]
অথচ সহস্র কাল পরও
এক স্পর্শে জেগে উঠে মেঠো শরীর।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৬
বেলায়েত মাছুম বলেছেন: ধন্যবাদ আপনাকেে।
শুভকামনা।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪১
তুষার কাব্য বলেছেন: চমৎকার!
ভালো লাগলো খুব...শুভেচ্ছা ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৮
বেলায়েত মাছুম বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা।
শুভকামনা, সবসময় ভাল থাকার দলেই থাকুন।
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৩
জাফরুল মবীন বলেছেন: চমৎকার!
অভিনন্দন ও ধন্যবাদ কবিকে।
শুভকামনা জানবেন।