নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি, জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!

বেঙ্গল রিপন

পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!

বেঙ্গল রিপন › বিস্তারিত পোস্টঃ

ছোট্ট ফুল লামিয়াকে বাঁচাতে এগিয়ে আসুন

০৬ ই মে, ২০১৬ সকাল ১১:৫৭


"মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি”
সত্যিই তাই। লামিয়া নামের এই মেয়েটি পৃথিবীতে এল মাত্র ছয়টি বছর হলো। এরই মধ্যে গত ৩টি বছর ধরে লড়ছে দূরারোগ্য ব্যাধি মাংশপেশী ক্যান্সারে।
লামিয়ার বাবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস স্টাফ। গত ৩ বছরে নিজ বাড়ি বিক্রয় করে সর্বসান্ত হয়ে এখন ১মাস ২৩দিন যাবৎ চিকিৎসা বন্ধ রয়েছে। মহাখালি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট-এ ১৪ টা কেমো থেরাপি দেয়াও শেষ। এখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্যে ভারতে নিয়ে যাওয়া প্রয়োজন। কিন্তু সহায়-সম্বলহীন পিতা তার মেয়ের চিকিৎসার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এবং সমাজের সর্বস্তের মানুষের কাছে আর্থিক সহযোগিতার জন্যে আকুল আবেদন প্রকাশ করছে।
তার প্রতিবেশী ও বন্ধুরা মিলে চেষ্টা করছে বিভিন্ন ভাবে তাকে সহযোগীতা করার।

সকলের দোয়া কামনা আর আর্থিক সাহায্যের প্রচেষ্টায় হয়তো লামিয়াকে বাঁচানো সম্ভব। সর্বোপরি সকলের কাছে দোয়া আর আর্থিক সহযোগীতা কামনা করা হচ্ছে ছোট্ট লামিয়ার জন্য।
সাহায্য পাঠানোর ঠিকানা:
হিসাব নংঃ ৭৩৪৩
রুপালি ব্যাংক, নেত্রকোনা শাখা।
অথবা
বিকাশ-০১৭৫৭-৮২৩০৭৭
ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং-০১৯৬৪-৯২০৭৪৯৩

সুত্র: ছোট্ট ফুল লামিয়াকে বাঁচাতে এগিয়ে আসুন

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৬ দুপুর ১২:০৬

রাঙা মীয়া বলেছেন: মন খারাপ হয়ে গেলো :(

২| ০৬ ই মে, ২০১৬ দুপুর ১২:২৫

সুমন কর বলেছেন: দুঃখজনক ঘটনা।

৩| ০৬ ই মে, ২০১৬ দুপুর ১২:৪২

আহমেদ জী এস বলেছেন: বেঙ্গল রিপন ,



দুঃখজনক ।
এমন আহ্বানে সামর্থ্যবানদের সাড়া দেয়া উচিৎ ।
ছোট্ট লামিয়ার রোগমুক্তি কামনায় ...............।

৪| ০৬ ই মে, ২০১৬ বিকাল ৩:৩৮

মাহিরাহি বলেছেন: আল্লাহ তাকে সূস্থ্যতা দান করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.