![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের (০৯ )নবম ব্যাচের মেধাবী ছাত্র এ এইচ মোকলেসুর রহমান (হাসান)।
আর সবার মতই হাসানের জীবনটাও ছিল হাসি উল্লাসে পরিপুর্ণ । স্কুল কলেজের গন্ডি পেরিয়ে মেধা দিয়ে
লড়াই করে ভর্তি হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ইচ্ছা একটাই গ্রামের নিম্নবিত্ত পরিবারের বাবা ও মায়ের স্বপ্নপূরণ।
কিন্তু কে জানত শেষ পর্যন্ত ওকে লড়াই করতে হবে মরণ ব্যাধি ক্যান্সারে সাথে?
হ্যা ঠিক ধরেছেন, হাসানের ক্যান্সার ধরা পড়েছে, গত ২৪এপ্রিল ২০১৭ তারিখে।
তারপর থেকেই চিকিৎসা চলছে সাতক্ষীরার একটি হাসপাতাল।
চিকিৎসকরা প্রাথমিক রিপোর্ট দেখে বলেছেন, হাসানের ক্যান্সারের মাত্রা গ্রেড-৩ এ রয়েছে।
কিন্তু বাবা একজন সাধারণ ব্যবসায়ী হওয়ায় দীর্ঘদিন চিকিৎসা করে এখন প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন।
অন্যদিকে ডাক্তার বলেছে ইন্ডিয়া নিতে অপারেশনের জন্য, যার জন্য প্রয়োজনে প্রায় ১০-১২ লক্ষ টাকা
কিন্তু গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী হাসানের বাবার পক্ষে ১২ লাখ টাকা যোগাড় করে ছেলের চিকিৎসা করানো একেবারেই অসম্ভব।
কিন্তু ১২ লাখ টাকা না পেলে যে নিভে যেতে পারে স্বপ্নবাজ এ শিক্ষার্থীর জীবন-প্রদীপ ও তার পরিবারের ভবিষ্যৎ!
আসুন আমরা সবাই মিলে বাড়িয়ে দেই আমাদের মানবিক সহায়তার হাত।
দয়া করে সবাই সাধ্যমত সাহায্য করুন।
যারা একটি জীবন একটি পরিবারকে উৎজীবিত করতে চান বা একটি স্বপ্নবাজ ছেলেকে
আবার ক্লাসে ফেরার স্বপ্ন দেখাতে চান বা যারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তারা নিম্নোক্ত প্রক্রিয়ায় সাহায্য পাঠাতে পারেন।
বিকাশ (পার্সোনাল ) : 01767019216
ডাচবাংলা মোবাইল ব্যাংকিংঃ 01825754595-8
01939651194-8
অগ্রণী ব্যাংকঃ এ এইচ মোকলেসুর রহমান
A H Moklasur Rahman
সঞ্চয়ী হিসাব নংঃ 0200009803364
সরাসরি যোগাযোগ করা যাবে হাসানের বাবা কাজী এনামুল হকের মোবাইল নম্বারে: 01716166159
01633547682(বন্ধু)
এই লিংকে ক্লিক করেই পাওয়া যাবে হাসানের ফেসবুক প্রোফাইল
২| ১২ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৮
নতুন বলেছেন: বিশ্ববিদ্যালয়ের সাহাজ্য নিন....
সরকারী হাসপাতালে সাহাজ্য নিন....
অনেকটা আগানো যাবে তাতে আসা করি।
৩| ১২ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১১
হাফিজ রাহমান বলেছেন: সকল ব্লগার ভাইকে অনুরোধ করবো, নীরব ভাইকে বাঁচাতে এগিয়ে আসুন। আমাদের একটুখানি উদযোগে হয়তো নীরব ভাই আবার সরবতা ফিরে পাবেন। আর না হোক আমরা নীরব ভাইয়ের জন্য অন্তত দুআ তো করতে পারি। কার দুটি হাতের প্রার্থনায় নীরব ভাই সুস্থ হয়ে উঠবেন তা তো আমরা কেউ জানি না। ধন্যবাদ লেখক আপনাকে।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৬
করুণাধারা বলেছেন: আপনি ভাল একটি কাজ করেছেন।