নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি, জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!

বেঙ্গল রিপন

পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!

বেঙ্গল রিপন › বিস্তারিত পোস্টঃ

জ. ই মামুনের চরম ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের জবাব....

০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৪



হযরত ইব্রাহীম (আঃ) কিভাবে মুসলিম জাতির পিতা হয় বলে
প্রশ্ন তুলেছে জ. ই মামুন! এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক
জ. ই মামুন মুসলিমদের জাতির পিতা হযরত ইব্রাহীম আঃ কে
অমুসলিম দাবি করে কিভাবে মুসলিম জাতির পিতা হয় সেই প্রশ্ন তুলেছেন।
তিনি আজ একটি ফেসবুক কমেন্টে বলেন-
"হযরত ইব্রাহিম কি করে মোছলমানের জাতির পিতা হন,
তিনি তো অমুসলিম!” এখানে দেখা যাচ্ছে তিনি মুসলমানদেরকে
ব্যাঙ্গ করে মোছলমান বলে উল্লেখ করেন।



একজন সাধারন মুসলিম হিসেবে আমি জ. ই মামুনের এই প্রশ্নের জবাব
দিচ্ছি পবিত্র কোরআনের আয়াত দিয়ে:

জনাব মামুন হয়তো জানেন না যে, মহান ইসলাম ধর্ম চলে শুধুমাত্র কোরআন ও হাদিসের উপর নির্ভর করে।
আর কুরআন অনুযায়ী, মহানবী মুহাম্মাদ (সা.) দুনিয়াতে হযরত ইব্রাহিম (আঃ) এর দ্বীন নিয়েই এসেছিলেন।
পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন:

(১) "বল: 'আমার প্রতিপালক তো আমাকে সরল পথ প্রদর্শন করেছেন। এটাই সুপ্রতিষ্ঠিত দ্বীন, ইব্রাহিমের ধর্মাদর্শ।
সে ছিল একনিষ্ঠ এবং সে অংশীবাদীদের অন্তর্ভূক্ত ছিল না।'" [আল কুরআন ৬:১৬১]

(২) "তোমরা তোমাদের পিতা ইব্রাহীমের ধর্মে কায়েম থাক। তিনিই তোমাদের নাম মুসলমান রেখেছেন পূর্বেও
এবং এই কোরআনেও, যাতে রসূল তোমাদের জন্যে সাক্ষ্যদাতা এবং তোমরা সাক্ষ্যদাতা হও মানবমন্ডলির জন্যে।"
[আল কুরআন ২২:৭৮]

(৩) "যে আল্লাহর নির্দেশের সামনে মস্তক অবনত করে সৎকাজে নিয়োজিত থাকে এবং ইব্রাহীমের ধর্ম অনুসরণ করে,
যিনি একনিষ্ঠ ছিলেন, তার চাইতে উত্তম ধর্ম কার? আল্লাহ ইব্রাহীমকে বন্ধুরূপে গ্রহণ করেছেন।" [আল কুরআন ৪:১২৫]

(৪) ইব্রাহীমের ধর্ম থেকে কে মুখ ফেরায়? কিন্তু সে ব্যক্তি, যে নিজেকে বোকা প্রতিপন্ন করে।
নিশ্চয়ই আমি তাকে পৃথিবীতে মনোনীত করেছি এবং সে পরকালে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। [আল কুরআন ২:১৩০]


জনাব জ.ই. মামুন, আপনারা সব সময় চেষ্টায় থাকেন ইসলামকে বিতর্কিত করতে, ইসলামকে অপমান করতে।
আপনারা চান আল্লাহর দ্বীনের আলোকে ফুৎকারে নিভিয়ে দিতে, জনাব জ,ই মামুন আপনি মনে রাখবেন:
তারা চায় তাদের মুখের ফুৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে। কিন্তু আল্লাহ তার আলোকে পূর্ণতা দান না করে
ক্ষান্ত হবেন না, তা কাফেরদের কাছে যতই অপ্রীতিকর হোক না কেন। আল্লাহই তার রসূলকে পথনির্দেশ
ও সত্য দ্বীন সহকারে পাঠিয়েছেন যাতে তিনি একে সকল প্রকার দ্বীনের ওপর বিজয়ী করেন,
মুশরিকরা একে যতই অপছন্দ করুক না কেন।
[ সুরা তাওবা ৩২-৩৩ ]


মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৬

বিজন রয় বলেছেন: জ. ই মামুন ও কথা কখন কোথায় বলেছেন একটু জানানো যাবে কি?

০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৬

বেঙ্গল রিপন বলেছেন:

২| ০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩০

তপোবণ বলেছেন: জ.ই. মামুনদের ভারতে জন্মগ্রহণ করা উচিত ছিল। ওদেরকে নিয়ে আলোচনা না করাই ভালো। ইসলাম নিয়ে কটুক্তি কারীদের ওরা পছন্দ করে।

৩| ০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৭

বিজন রয় বলেছেন: আচ্ছা, দেখলাম।
ধন্যবাদ আপনাকে।

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩১

বেঙ্গল রিপন বলেছেন: আপনাকেও ধন্যবাদ বিজন দা ..

৪| ০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৪

নতুন নকিব বলেছেন:



ধর্মের জ্ঞান, ধর্মগ্রন্থের জ্ঞান শুন্যের কোঠায় থাকলেই কেবল এই ধরনের ফালতু কথা বলা সম্ভব। শিক্ষিত মূর্খ যাকে বলে! এদের কীইবা বলতে বাধে! দেখবেন অনেক নামধারী মুসলিম রয়েছেন, ডবল এম এ পাশ, ডক্টরেট সাইনবোর্ড ঝুলছে নামের শেষে। আরও কত কি! অত:পর খতিয়ে দেখা যাবে, তিনি সূরা ফাতিহার অর্থটা পর্যন্ত জানেন না। শুধু অর্থ বলি কেন? আদৌ পড়তেও জানেন না। দুর্ভাগ্য এদের জন্য। কথা বলার বেলায় ওস্তাদ এরা।

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩০

বেঙ্গল রিপন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ

৫| ০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৬

কূকরা বলেছেন:
এরা হল হোড়ামজাদা।
হোড়ামজাদা মানে বেশ্যার পূত।
[Whore = হোড় = বেশ্যা]

০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৫

বেঙ্গল রিপন বলেছেন: কূকরা কাছে থেকে খুব সুন্দর একটা গালি শিখলাম ;) ;)
ধন্যবাদ কূকরা ... কুক কুরু কুক

৬| ০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৫

চিটাগং এক্সপ্রেস বলেছেন: মুন্নি সাহার সাথে থাকতে থাকতে এই ব্যাটা ভোগে গেছে

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩২

বেঙ্গল রিপন বলেছেন: তাই মনে হচ্ছে ... তার ফেরা উচিৎ

৭| ০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
[Whore = হোড় = বেশ্যা]
এই গালিটা আপন জুয়েলার্সের মালিক তার স্ত্রীকে দিতো,
ভিডিও দেখতে পারেন

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৪

বেঙ্গল রিপন বলেছেন: বাংলাদেশের অনেক ব্যাটা তার বউকে এভাবে গালি দেয়, বিশেষ করে বস্তি এলাকায়

৮| ০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

প্রোলার্ড বলেছেন: এরা পশ্চিমাদেশে যাবার শর্ট কার্ট রাস্তাতে নেমেছে

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৪

বেঙ্গল রিপন বলেছেন: সফল হবে মনে হচ্ছে,,,,,,,,,,,,

৯| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কাদের কী বলেন? এরা নিরপেক্ষ সাজতে গিয়ে নিজের ধর্ম বিক্রি করে দিয়েছে...

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৫

বেঙ্গল রিপন বলেছেন: তাইতো দেখছি ইদানিং

১০| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২৯

রাখালছেলে বলেছেন: হা হা হা । আমি তো বলি ইব্রাহিম ছিল বানর । পরে একসময় মানুষ হইছে ।

১১| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:২৪

কানিজ রিনা বলেছেন: অবিশ্বাসীরা আসলে মুখোশ পরা বানর।
জয়ই মামুন নিজের ধর্ম বিশ্বাস করে কিনা
সন্দেহ আছে। যে তার নিজের ধর্ম বিশ্বাস
করেনা সে ধর্ম নিয়ে সম্মান করে কথা বলেনা।
জয়ই মামুন একজন সাংবাদিক রাতকে দিন
বানাতে পারে দিনকে রাত। সুতারাং ইব্রাহীম
আঃ মুসলিম ধর্মের পিতা। ইহাই সত্য।

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪০

বেঙ্গল রিপন বলেছেন: একজন সাংবাদিক রাতকে দিন
বানাতে পারে দিনকে রাত।

বোন রিনা, এই কথাটা কিন্তু আমার উপর দিয়েও গেলো। কারন আমি নিজেও একজন সাংবাদিক :(

১২| ০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:০০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এরে জুতা দিয়ে পিটানো দরকার। ব্যাটা তুই ধর্ম মানিসনা সেটা তোর ব্যপার কিন্তু তুই কোন ধর্ম নিয়ে কটু কথা বলতে পারবিনা। আমাদের এই দেশে সকল ধর্মাবলম্বীদের মধ্যে একটা ভাতৃত্ব বন্ধন আছে সেটাকে তুই নষ্ট করতে পারিসনা। ব্যাটা আবাল কোথাকার! :(

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪২

বেঙ্গল রিপন বলেছেন: এইতো দেশ প্রেমিক বাঙ্গালীর মত কথা :)

১৩| ০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২০

ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন: জয় ই মামুন ঠিক করেন নি, আর উনি এমন পোস্ট দিয়ে দৃষ্টি আর্কষন করার চেষ্টা করেছেন বলে মনে হয়।
কারণ বির্কতিক জিনিস বাংলাদেশে এখন ভাল চলে।

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৬

বেঙ্গল রিপন বলেছেন: হুম! তাইতো মনে হচ্ছে

১৪| ০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৫

মাহিরাহি বলেছেন: আমার এক সিনিয়র কলিগ একবার সাংবাদিকদের সাথে নিয়ে কথাবার্তা বলছিলেন। একসময় সাংবাদিকরা বলাবলি করছিল, মামুন ভাইয়ের কপাল খুবই ভাল। উনি যেখানেই যান সেখানে একটা লাশ পড়ে।

তার মানে তার লাশের আশায় থাকে, হেডলাইন বানানোর জন্য।

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৪

বেঙ্গল রিপন বলেছেন: এই বিষয়ে আমারও কিছুটা ধারনা আছে

১৫| ০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: হেদায়াত প্রাপ্ত হওয়া এত সহজ নয় সে এক সুভাগ্যের ব্যাপার, মুসলমান নাম নিয়ে মুসলমান বাবার ওরেসে হলেই পার পেয়ে যাবে ভাবলে নেহায়েত ভুল করবে।

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৭

বেঙ্গল রিপন বলেছেন: আল্লাহ্ তা'লা যাকে হেদায়াত দেন বস্তুত: তিনিই হেদায়াত প্রাপ্ত হন (সূরা আল কাহফ : ১৮)।

১৬| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৫

অপরিচিত মানব শুণ্য বলেছেন: যত দব নাস্তিকের বাচ্ছা....!

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৮

বেঙ্গল রিপন বলেছেন: :-B

১৭| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৫

অপরিচিত মানব শুণ্য বলেছেন: যত সব নাস্তিকের বাচ্ছা....!

১৮| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৯

রুহুল আমিন খান বলেছেন: ধর্মমন্ত্রী যখন দেওয়ালে প্রসাব করা প্রতিরোধ করতো দেওয়ালে আরবী দেয়াল লিখনের প্রস্তাব দেয় তখন ব্যাপারটা নিয়ে বেশ হইচই হয় টকশো পত্রিকার সম্পাদকীয়তে এর পক্ষে বিপক্ষে বেশ লেখালিখি হয়। তখন মুন্নী শাহা বাংলাদেয়ালে আরবী দেয়াল লিখনে বাঙ্গালীয়ানা গেল গেল রব তুলো ফেসবুকে একটা পোস্ট করে যেখানে জ ই মামুনের কমেন্ট ছিলো এই রকম যে

"দেওয়ালে আরবী লিখনের চেয়ে মুতের গন্ধ অনেক ভালো"

যদিও তখন কোপাকুপির একটা আতংক বিরাজ করছিলো তাই সেই কমেন্ট টি ডিলেট করে ফেলা হয়।

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫০

বেঙ্গল রিপন বলেছেন: "দেওয়ালে আরবী লিখনের চেয়ে মুতের গন্ধ অনেক ভালো" X((

১৯| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫১

টারজান০০০০৭ বলেছেন: বিচিতে জোয়ার আসিলে পাঁঠাদের এহন মুখ দিয়া রেতঃপাত হইতেছে দেহা যায় ! X((

১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৬

বেঙ্গল রিপন বলেছেন: =p~ আন্নে ইগিন কিয়া কন!!!!?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.