![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!
বিদায় ২০১৭। সব মিলিয়ে বিদায়ী বছরটি ছিল বৈচিত্র্যময়। আজকের গোধূলি বেলায় রক্তিম সূর্য অস্ত যাওয়ার মধ্য দিয়ে হারিয়ে যাবে ঘটনাবহুল এ বছরটি। এখন নতুন বছর আর নতুন সূর্যের অপেক্ষায় দেশবাসী। এ প্রত্যাশা রেখেই সোমবার থেকে নতুন বছরে, নতুন জীবনে যাত্রা করবে এ দেশের মানুষ। কাল শুরু হবে আরও একটি নতুন বছর ২০১৮।
আমাদের যাযাবর জীবনে নতুন বছরের আগমনে লাখ লাখ টাকার বাজি পোড়ে আকাশের বুক চিরে, হাউই উড়িয়ে আনন্দ ফুর্তি করে মানুষজন। কিছু মানুষের নতুন বছরের আগমনে শীতে কাঁপে সারা দেহ মন, তেমন কেউ নেই তাদের পাশে দাড়ানোর।
কতজনের বাসায় পুরানো বাতিল গরম কাপড় পরে থাকে বাক্সবন্দী হয়ে। এসব বিলাতে টাকা লাগে না, দুটি কাপড় দিতে শুধু একটু মন লাগে। নতুন বছরের আগমনে ফুর্তির রাত থার্টি ফার্স্ট নাইটে লক্ষ টাকার ব্যান্ড পার্টি, চারিদিক জুড়ে লাইট আর লাইট কত নামী দামি তারকার কনসার্ট, এখানে ওখানে নাচতে হবে তাঁদের গানে তাল মিলিয়ে থার্টি ফার্স্ট এর রাতে; টাকার অভাব হয় না তখন। সামনের সারির টিকেট পেতে কতইনা কসরৎ ? পাঁচ হাজার, দশ হাজার টাকায় কতজনকে দেখেছি এমন কনসার্টের টিকেট কিনেছে, টাকা যেনো হাতের ময়লা- দাম যখন হাঁকায় পঞ্চাশ হাজার তখনও “কুচ পরোয়া নেহি”।
তবে কি কষ্টই না লাগে দুটি গরম জামা কিনে দিতে ওই শীতার্ত মানুষকে। ফ্রিজে কত খাবার পচে, বাসি হয়ে স্থান হয় ডাস্টবিনের কোনে -তবুও দুয়ারে ভিক্ষুক এলে, দূর! দূর!! করে তাড়িয়ে দেয়।
আত্মায় কুলোয় না ফ্রিজের বাসি পচা খাদ্য কিছু গরীব মানুষকে বিলিয়ে দিতে।
ওগো মানুষ, তোমাদের মনুষ্যত্ব কোথায় ঘুমিয়ে থাকে?
থার্টি ফার্স্ট নাইটের ফুর্তির ফাঁকে কিংবা বাক্স বন্দী গরম কাপড়ের
মাঝে তেলাপোকার খাদ্য হয়ে!?
নাকি ফ্রিজে লুকিয়ে রাখা ডাস্টবিনের কুকুরের খাদ্য হয়ে!?
আরেকটি বছর ঘুরে নতুন বছরের আগমনে তোমাদের মনুষ্যত্বকে জানাই শুভেচ্ছা স্বাগতম!!!
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৫
নাঈমুর রহমান আকাশ বলেছেন:
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৮:১২
ণতথজধ বলেছেন: Our prime minister sheikh Hasina is no more! click to show Video.
৪| ২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:২৬
কৃত্ত বলেছেন: Tech news join now:Mobilebazzar24
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৩
রাজীব নুর বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।