![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!
"মানুষ মানুষের জন্য"
কথাটা বলা যতটা সহজ,মানুষের জন্য কিছু করা ঠিক ততোটাই কঠিন....
আর সেই কঠিন কাজটাই খুব সহজেই জয় করবো আমরা সকলের ভালবাসা ও সহযোগীতার মাধ্যমে... ১৪ বছরের কিশোর তানজিদ ইসলাম তানিম। বরিশাল জেলার ছোট একটা গ্রামের বেগম আক্তারুন্নেসা সেকেন্ডারি স্কুলের একজন মেধাবী ছাত্র। JSC তে GPA-4.60 পাওয়া সেই মেধাবি ছাত্রটি প্রতিনিয়ত যুদ্ধ করছে দুরারোগ্য রোগের সাথে। এই ছোট ভাইটি লিভার জনিত সমস্যায় অনেক দিন ধরে অসুস্থ। ইতিমধ্যে অনেক টাকা খরচ হয়ে গেছে। ডাক্তার বলছে লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া যেতে হবে। চিকিৎসা বাবাদ ৩০ লক্ষ টাকার বেশি খরচ হবে।পরিবারের পক্ষে এত টাকা বহন করা সম্ভব হচ্ছে না। আসুন সবাই যে যা পারি তা দিয়ে তানজিদ ইসলাম তানিমকে সহযোগীতা করি। মানবতার হাতটা বাড়িয়ে দেই এই অসুস্থ কিশোরটির জন্য। আপনি চাইলে সরাসরি রোগী দেখে সহযোগীতা করতে পারেন। সে এখন স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছে। প্রয়োজনে আপনি সরাসরি হাসপাতালে এসে তাকে দেখে যেতে পারেন।
সার্বিক যোগাযোগ : 01671404752,
বিকাশ: 01671404752--Personal
আমি আপনাদের আর্থিক সহযোগীতা কামনা করছি.....
২| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২২
শাহিন-৯৯ বলেছেন: আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুক, এই দোয়া করি।
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
দুঃখ হীন পৃথিবী বলেছেন: ভাই, পারলে এই ছেলেটার বিস্তারিত শেয়ার করেন। মেডিকেলের কাগজ পত্র সব কিছু দেয়ার চেষ্টা করেন।
অনেকের জন্যইতো অনেক কিছু করার জন্য সিঙ্গাপুরের রাস্তায় রাস্তায় হেটেছি, এবার এই ছোট্ট ছেলেটার জন্য আরেকবার হাটব
১৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৪
বেঙ্গল রিপন বলেছেন: আপনার মানবতাবোধকে স্যালুট জানাই!
01681347817 তানিমের বড় ভাইয়ের নাম্বার এটা। দয়া করে তার সাথে একটু কথা বলুন।
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৪
তথ্য ভাণ্ডার বলেছেন: দোয়া করি আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন।
৫| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৫
মাআইপা বলেছেন: করুণাময় আল্লাহ্ তাকে দ্রুত সুস্থ্য করে তুলুক।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
মাহিরাহি বলেছেন: আল্লাহ তাকে সূস্থ্যতা প্রদান করুন।