![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!
নুরু যদি ভিপি হয় সেক্ষেত্রে তাঁর প্যানেলের রাশেদের জিএস হওয়ার কথা।
কারণ নুরু যে ভোট গুলো পেয়েছে রাশেদও তো সেসব পাওয়ার কথা।
আর জিএস গোলাম রব্বানী যা ভোট পেয়েছেন তা তো ছাত্রলীগের
ভিপি প্রার্থী শোভনেরও পাওয়ার কথা! বুলেট মিস হলেও ছাত্রলীগের
পোলাপাইন ভুলেও নুরুরে ভোট দেবার কথা না!
তাহলে কি অভ্যান্তরিন পরিকল্পনার খেসার দিতে হলো রাশেদ অথবা শোভন কে?
২| ১৩ ই মার্চ, ২০১৯ ভোর ৫:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
চাঁদগাজী বলেছেন:
এটা একটা বিশ্লেষণ?
৩| ১৩ ই মার্চ, ২০১৯ সকাল ৭:১৭
রাজীব নুর বলেছেন: শতাব্দীর সেরা বিশ্লেষন!
৪| ১৩ ই মার্চ, ২০১৯ সকাল ৭:১৭
রাজীব নুর বলেছেন: শতাব্দীর সেরা বিশ্লেষন!
৫| ১৩ ই মার্চ, ২০১৯ সকাল ৮:৩৩
ঢাবিয়ান বলেছেন: এইটা বোঝার জন্যও কি তবে সার্লক হোমসরে খবর দিতে হবে?
৬| ১৩ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:০৯
নীল আকাশ বলেছেন: ভিপি পদে সিলেকশন হয়েছে। ইলেকশন নয়। এটা বুঝার জন্য কোনই বিশ্লেশন দরকার নেই।
৭| ১৩ ই মার্চ, ২০১৯ রাত ৮:৩৫
মাহমুদুর রহমান বলেছেন: কি জানি?
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৯ ভোর ৪:২৫
চাঁদগাজী বলেছেন:
এটা একটা বিশ্লেষণ?