নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

tanbir

tanbir › বিস্তারিত পোস্টঃ

গৌরির রোষানলে প্রিয়াংকা!

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

সম্প্রতি মুম্বাইয়ের বিশিষ্ট এক শিল্পপতির বাড়িতে আয়োজিত পার্টিতে হাজির হয়েছিলেন বলিউডের নামী-দামি তারকারা। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন শাহরুখ খান, গৌরি খান এবং প্রিয়াংকা চোপড়া। সেখানে গৌরি সদলবলে প্রিয়াংকার ওপর চড়াও হলে পার্টি ছেড়ে চলে যান প্রিয়াংকা। তাঁকে শান্ত করার চেষ্টা করলে শাহরুখের সঙ্গেও দুর্ব্যবহার করেন ‘জংলি বিল্লি’খ্যাত এ অভিনেত্রী। এক খবরে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

২০১১ সালের ডিসেম্বরে প্রিয়াংকার সঙ্গে শাহরুখের ঘনিষ্ঠতার খবর ফাঁস হয়ে গেলে কঠোর অবস্থান নিয়েছিলেন শাহরুখ পত্নী গৌরি। সংসারে শান্তি বজায় রাখতে পরে প্রিয়াংকার সঙ্গে দূরত্ব তৈরি করেন শাহরুখ। কিন্তু গেল বছরের ডিসেম্বরে আবার আলোচনায় আসেন শাহরুখ-প্রিয়াংকা।

অতীতে শাহরুখের জন্য প্রিয়াংকাকে যে ধরনের অপমান সইতে হয়েছিল তার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি প্রিয়াংকা চিরকাল তাঁর হূদয়ের কাছাকাছি থাকবেন বলে জানান শাহরুখ। এর পরিপ্রেক্ষিতে গৌরির কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও, সম্প্রতি পার্টিতে প্রিয়াংকাকে অপমান করে নিজের অবস্থান স্পষ্ট করলেন গৌরি।

এ প্রসঙ্গে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পার্টিতে গৌরির সঙ্গে হট্টগোলের পর হঠাত্ করে রাগে ফুঁসতে ফুঁসতে ঘর থেকে বের হয়ে যান প্রিয়াংকা। এর একটু পরই প্রিয়াংকার পিছু নিয়ে তাঁকে শান্ত করার চেষ্টা করেন শাহরুখ। প্রিয়াংকার গায়ে হাত দিয়ে বোঝানোর চেষ্টা করতে গিয়ে নিদারুণ বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয় কিং খানকে। তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন প্রিয়াংকা। শুধু তাই নয়, শাহরুখের উদ্দেশে তিনি চিত্কার করে বলে ওঠেন, ‘আমাকে স্পর্শ করবেন না।’

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৩

শয়ন কুমার বলেছেন: দেশ ও জাতির ক্রান্তিলগ্নে গণমানুষের সামনে উদ্ধারকর্তা রূপে এই পোষ্ট পাথেয় হয়ে থাকবে ।

২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৫

শ্রেষ্ঠ বলেছেন: vadar bacchar ei চাঞ্চল্যকর তথ্য tui rakh,samu gondho koris na.

৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

মোহাম্মেদ তারেক হোসাইন বলেছেন: কিছু বাঙ্গালী আছে তাদেরকে দেখে যাস্ট করুণা হয়।। ইন্ডিয়ার এরা পটি করে কিভাবে, সেটার গন্ধ কেমন রঙ কেমন এগুলা নিয়েই সারাদিন গভেষণা করে।। কে কার রোষানলে এটা দিয়া আমগো কাম কি?? বাল্পোস্টে মাইনাস

৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২১

হেডস্যার বলেছেন:
শয়ন কুমার বলেছেন: দেশ ও জাতির ক্রান্তিলগ্নে গণমানুষের সামনে উদ্ধারকর্তা রূপে এই পোষ্ট পাথেয় হয়ে থাকবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.