![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাযে আমার হারিয়ে গেছে
অনেক বছর আগে,
মায়ের কথা পড়লে মনে
বুকে ব্যাথা লাগে।
পাই না এখন আমি আর
মায়ের আদর-স্নেহ।
ছোট্ট এই ছবিটুকুই
আছে শুধুই চিহ্ন।
মা বলে সেই মধুর ডাক
ডাকতে পারি না।
মায়ের ছবি এই হৃদয়ে
আঁকতে পারি না।
ছোট্ট বেলায় মা দেখাত,
আসমানের ঐ চাঁদ-
মায়ের স্মৃতি পড়লে মনে
ভাঙে অশ্রু নদীর বাঁধ।
ভাত নিয়ে কেউ বলে না আর
খোকা খেয়ে নে।
অসুখ হলে মা যে আমায়
কাঁদত বুকে টেনে।
সবাই একদিন যাবে চলে
জগতের এই রীতি,
তবুও বল যায় কি ভোলা
সেই যে মা এর স্মৃতি।।
-ঝড়ের পাখি
১১-০২-০১
©somewhere in net ltd.