নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝড়ের পাখি

ঝড়ের পাখি

যা আসে মনে, নিয়ে আসো মুখে; মুখে যা বল তুমি, লিখে ফেল.....

ঝড়ের পাখি › বিস্তারিত পোস্টঃ

অজান্তে

১০ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৩

সুখের লাগিয়া, দুখকে ঠেলিয়া

চলে যাই অজান্তে নিজেকে ফেলিয়া,

নিজেকে জানতে- নিজেকে ভুলে

হারিয়ে যাই সীমাহীন মোহনার কুলে।

আকাশকে বাসিয়া ভাল- নিজেকে উদার করে;

স্বর্গকে খুঁজতে যাই মর্তের পরে।

অন্যনতায় অন্যকে হয়তোবা ভাল লাগে।

যা ছিল মন্দ, পঙ্কিল, জীর্ণ আগে।





সূর্য ওঠে- অস্তও হয়তো বা যায় !

ফুলটাও কাঁদিয়া ঝরিয়াও যায়।

অনেক কষ্ট থাকে মেঘের বুকে,

তাই বুঝি এই নদী বহে আমারই দুচোখে।



চাঁদটাতো সুন্দর, জোছনাও সুন্দর,

কান্নাটা লুকিয়ে রাখে মোর অন্তর।

- ঝড়ের পাখি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.