নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝড়ের পাখি

ঝড়ের পাখি

যা আসে মনে, নিয়ে আসো মুখে; মুখে যা বল তুমি, লিখে ফেল.....

ঝড়ের পাখি › বিস্তারিত পোস্টঃ

কামনা

১০ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৩

সুখে থেকো তুমি,

সুখের আবেশ মেখে।

ভাল থেকো তুমি

স্মৃতি গুলো মোর রেখে।

সবকিছু যেয়ো তুমি ভুলে,

যা কিছু রেখেছিলে হৃদয়ে তুলে।

তুমি সুখী হলেই-

সুখ বুঝি পাবো আমি।





মিথ্যে স্বপ্ন দেখিয়োনা আর আমাকে,

মাকড়সারই জাল বুনাইয়োনা আমাকে।

আমি ক্লান্ত, পথ শ্রান্ত;

সবকিছু হারিয়ে আমি যে ভ্রান্ত।

সুখী হইও তুমি।

দোয়া করি দিবাযামী।

তুমি সুখী হলেই-

সুখ বুঝি পাবো আমি।





দিন কেটে যায়-

পড়ে থাকে হায়

শীর্ণ দেহ।

রাত কেটে যায়-

তারা গণনায়,

খবর রাখে কি কেহ?

তবুও কামনা আমার

সুখী হইও তুমি।

তুমি সুখী হলেই-

সুখ বুঝি পাবো আমি।

-ঝড়ের পাখি

৩১-০১-০৪

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.