![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিশিদিন কাঁদি আমি
তোমারই বিরহে
তোমার নিঠুর ছলনায়
নয়নে জল বহে।
লাগে না ভাল- বিরক্তিকর
এই একাকীত্ব।
চাই যে আমি এই জীবনে
কারো প্রভুত্ব।
ছন্দ, সুর আর গান
হারিয়ে গেছে।
দ্বন্দ্বে দ্বন্দ্বে দুলিয়ে
দুলেছি দোলনাতে।
দুঃখের ঝরনা মিলেছে
বিরহ মোহনাতে।
-ঝড়ের পাখি
OB-OF-OI
©somewhere in net ltd.